বাংলারজমিন
সদরপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধসে ৩ শ্রমিক নিহত
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সেতু নির্মাণ কাজের মাটি ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে আমিরাবাদ কারিরহাট সড়কের পাশে সেতু পুনর্নির্মাণ কাজে মাটি খনন কাজ চলছিল। এলজিইডি’র প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছিল। ওই সময় নিচের অংশের পাইলিংয়ের কাজ চলছিল। হঠাৎ পূর্ব পাশের মাটি তাদের ওপরে ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে জাবেদ (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২) নিহত ও নজরুল ইসলাম (৩০) আহত হন। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ৩ জনের লাশ ও আহত নজরুলকে উদ্ধার করে। আহত নজরুলকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।