ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

এজলাসের সামনে বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের হাতাহাতি, থেমে থেমে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর মামলার শুনানিতে ঢুকতে না পেরে বিএনপি সমর্থক আইনজীবীরা এজলাসের বাইরে বিক্ষোভ সমাবেশে করছে। এরই মধ্যে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরে। এখনো দু'পক্ষ পাল্টা পাল্টাপাল্টি মিছিল করছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
ঢাকা বার ইউনিটের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের বলেন, আমরা শুনানিতে উপস্থিত থাকতে এজলাসে ঢুকতে চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা বাধা দিচ্ছে। এজলাসে ঢোকার অধিকার সবার আছে। কিন্তু আমাদেরকে সে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তবে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা বলছে, তারা শুনানিতে বাধা দেয়ার জন্য প্রবেশ করতে চায়। বিচারকাজ বাধামুক্ত রাখতে আমাদের এই অবস্থান।

এর আগে দুপুর ১২ টায় এজলাসের ভিতরে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকার রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ শেষে  ফের ২টায় প্রতিবাদ সভার ঘোষণা দেন ফোরামের ঢাকা বারের ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

দুপুর ১২ টায় গতকাল বিএনপি সমর্থক অর্ধশতাধিক আইনজীবী আহতের প্রতিবাদে ঢাকা বারের সামনে আইনজীবীরা জড়ো হতে থাকে। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সিএমএম আদালতের দিকে যেতে থাকে মিছিলটি। এ সময় পুলিশের পক্ষ থেকে গেট আটকে দেয়ার চেষ্টা করলে আইনজীবীদের বাধার মুখে পড়ে পুলিশ। পরে বটতলায় বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সভাপতি এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহাসচিব এডভোকেট ওমর ফারুক ফারুকীসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। 

এডভোকেট ওমর ফারুক ফারুকী তার বক্তৃতায় বলেন, গতকাল সরকারের পিপি, এপিপি ও আওয়ামী লীগের  সন্ত্রাসী বাহিনী আমাদের অর্ধশতাধিক আইনজীবীকে মেরে আহত করেছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এজলাসের মধ্যে আইনজীবীদের উপরে হামলা ন্যাক্কারজনক, বর্বরোচিত।  এ হামলা মেনে নেয়া যায় না। আমরা আজ আদালতেও নিরাপদ নই। কোর্ট প্রাঙ্গণে এতো পুলিশ কেন, এজলাসের সামনেইবা এতো পুলিশ কেন- এর জবাব চাই। পুলিশ দিয়ে আর বেশিদিন গদি রক্ষা করতে পারবেন না।

এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার তার বক্তৃতায় বলেন, আদালত ফরমায়েশিভাবে প্রতিদিন মামলার শুনানি করছেন। রাজনৈতিক মোটিভেট হয়ে আজও শুনানির জন্য রেখেছেন। মামলা যদি দ্রুত শুনতে মন চায় অন্য মামলাও শুনুন। কিন্তু অন্য মামলা না শুনে এই মামলা শুনতে এতো তাড়া কেন?  পরে ফের দুটায় নেতাকর্মীদের মহানগরের সামনে  হাজির হওয়ার অনুরোধ জানিয়ে সভা শেষ করেন।

উল্লেখ্য গতকাল জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের ভিতরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সংগঠিত হয়ে বিএনপি সমর্থক আইনজীবীদেরকে ধাওয়া দিয়ে এজলাস থেকে বের করে দেয়। এতে বিএনপিপন্থি ৫০ জন আইনজীবী আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক ফারুকী। আজ বিকালে ফের এ মামলায় সাক্ষীর শুনানি দিন ধার্য রয়েছে। এ উপলক্ষে আাদালত প্রাঙ্গনে ও মহানগর দায়রা জজ আদালত, এজলাসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status