ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

উগান্ডায় সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড

মানবজমিন ডেস্ক

(৩ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

সমকামিতার জন্য সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে উগান্ডা। মৃত্যুদণ্ডের বিধান রেখে দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি সমকামিতা-বিরোধী নতুন বিলে স্বাক্ষর করেছেন। তবে উগান্ডার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টিকে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। পাশাপাশি তিনি উগান্ডার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়, উগান্ডায় সমকামী সম্পর্ক আগে থেকেই অবৈধ। আফ্রিকার আরও ৩০টির বেশি দেশে সমকামিতা অবৈধ। কিন্তু উগান্ডার মতো এত কঠোর আইন কোনো দেশে নেই।  গত সোমবার নতুন এই আইনের ঘোষণা দেয় উগান্ডা সরকার। এতে কেউ সমকামিতায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন
আর ১৮ বছরের নিচে কারও সঙ্গে সমকামী যৌন সম্পর্ক থাকলে কিংবা কারও মধ্যে এইডসের মতো প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত হলে নতুন আইনে মৃত্যুদণ্ড দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া সমকামিতার প্রচার চালানোর ক্ষেত্রে ২০ বছরের সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে। 

চলতি মাসের শুরুর দিকে উগান্ডার আইনপ্রণেতারা সমকামিতাবিরোধী খসড়া বিল পাস করে। ওই সময় বলা হয়, পশ্চিমা অনৈতিকতা থেকে উগান্ডার মূল্যবোধ রক্ষা করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এর বিরুদ্ধে যেকোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়। 

তবে এরইমধ্যে উগান্ডার কঠোর এই আইনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আইনটির বিরুদ্ধে উগান্ডার উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোশন ফোরামসহ মোট ১১ মানবাধিকার সংগঠন। জো বাইডেন এ আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, উগান্ডার সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক তা সব দিক থেকেই প্রভাবিত হবে নতুন এই আইনের ফলে। তিনি উগান্ডার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বলেন, আমরা তাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপের কথা বিবেচনা করিছি। এরমধ্যে আছে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ। যারাই এই আইন পাশের সঙ্গে যুক্ত তাদেরকেই এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
 

পাঠকের মতামত

বিকৃত ,অমানবিক ও নিকৃস্ট কুরুচির সমকামিতাকে "না" বলা প্রত্যেক মানবিক মূল্যবোধে গড়ে ঊঠা মানুষের নৈতিক এবং ঈমানী দায়িত্ব। অতএব এধরনের অনৈতিক কাজ যা পশুরাও করা থেকে বিরত থাকে তা থেকে নিজেরা বিরত হই এবং অন্যদেরকেও এব্যাপারে সুযোগ দেই। পশ্চিমাদের চাপিয়ে দেয়া নোংরামি থেকে জাতিকে রক্ষা করতে না পারলে সেজাতির ধংস অনিবার্য। আজাদ

আবুল কালাম আজাদ খাঁন
৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১১:০৫ অপরাহ্ন

মুসলিম জাহানের উচিত আমেরিকার উপর সর্বাত্তক নিষেধাজ্ঞা দেয়া।

Mohiuddin molla
৩১ মে ২০২৩, বুধবার, ৩:৫৩ পূর্বাহ্ন

সুনে খুব ভলো লাগলো ........... ধন্যবাদ উগান্ডার পেসিডেন্ট কে .............

abdur rahman
৩১ মে ২০২৩, বুধবার, ৩:৪৬ পূর্বাহ্ন

উগান্ডার প্রেসিডেন্ট খুবই সময়উপযোগহী আইন করেছেন সাধুবাদ জানাই আর কোনো নর পশু কি বললো কান না দেয়ায় ভালো ۔শুভকামনা মিস্টার প্রেসিডেন্ট

Rakibul Islam
৩১ মে ২০২৩, বুধবার, ১:৫৩ পূর্বাহ্ন

তাহলেই বুঝুন, ভাওতাবাজ আমেরিকার মানবাধিকারের সংজ্ঞা কি। এই দুনিয়ার সবথেকে মানবাধিকার লংঘিত হয় খোদ আমেরিকাতে, আর সেই আমেরিকাই এখন মানবাধিকারের মোড়ল।

Tulip
৩১ মে ২০২৩, বুধবার, ১:৫১ পূর্বাহ্ন

এই জঘন্য কাজের জন্য কওমে লূতের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন।

মিরাজ
৩১ মে ২০২৩, বুধবার, ১:৩০ পূর্বাহ্ন

এই আইন সারা বিশ্বেই হওয়া প্রয়োজন । এই নিকৃষ্ট জঘন্য কর্মকে যারা বৈধতা দিচ্ছে তারাই মানবতার শত্রু ।

zakiul Islam
৩১ মে ২০২৩, বুধবার, ১:০৪ পূর্বাহ্ন

বিকৃত অমানবিক ও নিকৃস্ট কুরুচির সমকামিতাকে "না" বলা প্রত্যেক মানবিক মূল্যবোধে গড়ে ঊঠা মানুষের নৈতিক দায়িত্ব। অতয়েব এধরনের অনৈতিক কাজ যা পশুরাও করা থেকে বিরত থাকে তা থেকে নিজেরা বিরত হই এবং অন্যদেরকেও এব্যাপারে সযাগ করি। পশ্চিমাদের চাপিয়ে দেয়া নোংরামি থেকে জাতিকে রক্ষা করতে না পারলে সেজাতির ধংস অনিবার্য।

ক্ষুদিরাম
৩১ মে ২০২৩, বুধবার, ১২:২০ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি/ কানাডায় বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status