ভারত
মনিপুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় কুকি-জোমিরা, অমিত শাহ বললেন, বিচ্ছিন্নতাবাদের কোনো সমর্থন নয়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৬ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিও সংঘর্ষ থামাতে পারছে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটিতে অশান্তির ২৮তম দিনেও অগ্নিসংযোগ, লুটতরাজ, সংঘর্ষ অব্যাহত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক নেতা ছাড়াও বৈঠক করেছেন মনিপুরের বুদ্ধিজীবী, অধ্যাপক, চিকিৎসক, স্থপতি, সাহিত্যিক এবং সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার ষাট কিলোমিটার এর মধ্যে তিনি বৈঠক করেন যুজুধান দুই পক্ষের সঙ্গে। রাজধানী ইমফলের উত্তরপ্রান্তে তিনি মেইতেই সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন। তারপর বিকেলে হেলিকপ্টারে যান চুরাচন্দ্রপুরে। সেখানে কুকি ও জোমিদের সঙ্গে তাঁর বৈঠক ছিল। এই বৈঠকে কুকি ও জোমি সম্প্রদায়ের দশ বিধায়ক জানান যে, এই দুটি সম্প্রদায়ের মানুষ আর মেইতেই প্রধান মনিপুর সরকারের সঙ্গে থাকতে চায় না। তারা পৃথক আদিবাসী রাজ্য চায়। অমিত শাহ তাঁদের সাফ জানিয়ে দেন যে কেন্দ্রীয় সরকার যে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদের বিপক্ষে। এই দাবি মেনে নেয়া অসম্ভব। নিজেদের অবস্থানে অনড় থাকে কুকি ও জোমি সম্প্রদায়। বুধবার ফের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আশা, সমাধান সূত্র বের হবেই।