অনলাইন
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ সরিয়ে নিরাপদ দেশসমূহে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন। আজ রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান বলেন, দেশের জনগণকে নিকট ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষার জন্য জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছি।
রিটে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র পরাশক্তি। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতি ও অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে।
মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে নিয়ন্ত্রণ করতে চাইলে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বা উভয়ই প্রয়োগ করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি ব্যবহার করে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ভিয়েতনাম সহ বহু দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি মানুষকে হত্যা করেছে। এছাড়া নিষেধাজ্ঞা (Sanction) প্রয়োগ করে ইরান, রাশিয়া, কিউবা, উত্তর কোরিয়া, ইরাক, সুদান, ভেনেজুয়েলা সহ বহু দেশের অর্থনীতিকে পর্যুদস্ত করে ফেলেছে ।
বর্তমানে বাংলাদেশকে নিয়ে নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করেছে। ওই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে বাংলাদেশ দুঃখজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
ওই রিট পিটিশনে বলা হয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদের অভাব রয়েছে। অপরদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সমূহে যেসব সরকারি কর্মকর্তা নিয়োজিত আছেন তাদের অধিকাংশের ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ের উপর অনার্স ও মাস্টার্স ডিগ্রি নেই । ফলশ্রুতিতে এসব সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় যথাযথ অবদান রাখতে পারছে না ।
বাংলাদেশে বিশ্বে অন্যতম শান্তি প্রিয় একটি দেশ। বাংলাদেশ সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুসরণ করে বাংলাদেশ বহিঃবিশ্বের সাথে শান্তি পূর্ণ সহঅবস্থান বজায় রেখে চলেছে। কিন্তু বৈশ্বিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ দুঃখজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হলে তাদের ফরেন রিজার্ভ জব্দ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোনো রীতি। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বহু দেশের ফরেন রিজার্জ জব্দ করেছে এবং তাদের অর্থনীতি পর্যুদস্ত করে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে এরূপ সম্ভাবনা দেখা দিয়েছে যে, অদূর ভবিষ্যতে যেকোন অজুহাতে বাংলাদেশের ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ হতে পারে।
বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা আছে। বাংলাদেশের প্রচলিত আইন "বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২" এর ধারা ৭ (এ) (ডি) এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ফরেন রিজার্ভ ব্যবস্থাপনা করে থাকে। যেহেতু বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকে তাই ওই ফরেন রিজার্ভ যদি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যেকোনো অযুহাতে জব্দ হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আমদানি করতে পারবে না । এতে করে বাংলাদেশের জনগণের জীবন ঝুঁকির মধ্যে পড়বে এবং বহু লোকজন খাদ্যের অভাবে মারা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যেসব দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে সেসব দেশের জনগণকে অবর্ণনীয় কষ্ট শিকার করতে হয়েছে।
বাংলাদেশকে কেন তার অধিকাংশই ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রাখতে হবে ? বাংলাদেশের অধিকাংশ ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রাখার কোন আইনি বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের জনগণের স্বার্থে অবশ্যই নূন্যতম যতটুকু রিজার্ভ নিয়মিত ট্র্যানজেকশনের জন্য প্রয়োজন ততটুকু রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে বাদবাকি রিজার্ভ বাংলাদেশের জন্য নিরাপদ দেশ যেমন: চীন, ভারত, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশে স্থানান্তর করতে হবে। এ ছাড়া রিজার্ভের উল্লেখযোগ্য অংশ স্বর্ণ, হীরা ও অন্যান্য মূল্যবান ধাতুতে রূপান্তর করতে হবে। বাংলাদেশের জনগণের স্বার্থে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে রিজার্ভের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া উক্ত রিটে বৈশ্বিক ষড়যন্ত্র ও আন্তর্জাতিক রাজনীতি মোকাবেলায় সরকারী কর্মকর্তাদের ব্যার্থতার জন্য পাবলিক সার্ভিস কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় কে দায়ী করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন কে অবশ্যই বিসিএস ফরেন ক্যাডারে শুধুমাত্র তাদেরকেই নিয়োগ দিতে হবে যাদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি আছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন দেশে দূতাবাস গুলোতে কূটনৈতিক নিয়োগের ক্ষেত্রে যাদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি আছে তাদের কে নিয়োগ দিতে হবে । "আন্তর্জাতিক সম্পর্ক" জ্ঞানের একটি বিশেষায়িত বিষয় । উক্ত বিষয়ের মেধাবী ডিগ্রিধারীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস গুলোতে নিয়োগ পেলে তারা আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের জন্য ভাল অবদান রাখতে পারবে।
পাঠকের মতামত
মন্তব্য পক্ষে-বিপক্ষে যাই করুক সেগুলো পাঠকদের একক কৃতিত্ব বলে স্বীকার করতেই হবে। পাঠকরা আগের থেকে অনেক সতর্ক। বোঝা যায় এখন অনেকেই পত্রিকা পড়েন। দারুন। ধন্যবাদ সবাইকে।
বাংলাদেশে ইদানীং কিছু উদ্ভট ব্যাক্তি পাওয়া যাচ্ছে এই রিটকারী তাদের-ই একজন।
এ দেখি আমার চাইতেও বিরাট পন্ডিত! রিজার্ভ পরে আগে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করার জন্য আমেরিকার বিচার করেন। এতে আমেরিকা ভয় পেয়ে এমনিতেই আমাদের রিজার্ভ আমাদের হাতে ফেরত দেবে!
আমাদের দেশের আগামীদিনের জাতীয় নির্বাচন অংশগ্রহণ মূলক এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার স্বার্থে আমেরিকা আমাদের জন্য যে ভিসা নীতি ঘোষনা করেছে তাকে সাধুবাদ না জানিয়ে উল্টো আমেরিকাকে শক্র ভাবছি। যারা এই ধরনের চিন্তা করে তারা দেশের শক্র । রিটকারী ব্যক্তি নিশ্চয় আওয়ামীলীগের দালাল। বাংলাদেশের রিজার্ভ নাকি ভারতে নিরাপদ থাকবে। কি হাস্যকর কথা। নিশ্চয় ভরতপ্রেমী ।
আমাদের দেশের আগামীদিনের জাতীয় নির্বাচন অংশগ্রহণ মূলক এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার স্বার্থে আমেরিকা আমাদের জন্য যে ভিসা নীতি ঘোষনা করেছে তাকে সাধুবাদ না জানিয়ে উল্টো আমেরিকাকে শক্র ভাবছি। যারা এই ধরনের চিন্তা করে তারা দেশের শক্র
এই খবরের প্রতিক্রিয়া দেখতে চাই, আমাদের সরকার কি বলে
বিশ্বব্যাপী রিজার্ভ 90% USA থাকে দশভাগ ইউরোপ।পৃথিবীতে যত ক্রেডিট কার্ড আছে সব ইউএসএ নিয়ন্ত্রণ করে ক্রেডিট কার্ড কি উনি জানেন?
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তর উত্তর কোরিয়া করতে পারবেন!বৈদেশিক মুদ্রা সম্পর্কে তার কোনো ধারণা নেই!অ্যাডভোকেট মো.মাহমুদুল হাসানকে বেনিন,বুরুন্ডি পাঠানো দরকার!
He will be the next chief justice
বদমায়েশ এই আইনজীবী তার বাড়াবাড়ির পরিনাম কি হতে পারে সেটা হিসাবনিকাশ না করেই এসি রুমে শুয়ে বদমায়েশী মস্তিস্কপ্রসুত চিন্তা থেকে নিজেকে বড় মাতব্বর হিসাবে জাহির করার অভিপ্রায়ে এই রীট করেছেন!
আমি হাইকোর্টে বাংলাদেশের ফরেন রিজার্ভ সম্পর্কিত বিষয়ে রিট দায়ের করার জন্য এডভোকেট মাহমুদুল হাসানকে জানাই অজস্র ধন্যবাদ। এই প্রতিবেদনের অনেকগুলো মন্তব্য পড়ে আমি এই ধারনায় উপনীত হয়েছি যে অধিকাংশ মন্তব্যকারী আমেরিকার অন্ধ সমর্থক। উল্লেখযোগ্য যে আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে অন্ধ সমর্থন করেছিল, এবং আমাদের স্বাধীনতার জোরেশোরে বিরুদ্ধাচরণ করেছিল আজ স্বাধীনতার ৫২ বছর পরে অত্যন্ত আশ্চর্যের সাথে দেখতে পাচ্ছি রে আমাদের দেশের একশ্রেণীর ধর্মান্ধ বা ধর্মব্যবসায়ীমনস্ক ব্যক্তিরা সেই আমেরিকাকেই অন্ধ ভাবে সমর্থন করছেন, রিটকারি অ্যাডভোকেট মাহমুদুল হাসান তার রিটে উল্লেখ করেছেন যে আমেরিকা যখনই কোন দেশকে টার্গেট করে তখনই নানা ছুঁতোতে প্রথমেই তার ফরেন রিজার্ভকে জব্দ করে আর এখন পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ মুসলিম দেশ ই আমেরিকার এই অন্যায় কুকর্মের শিকার হয়েছে, আমাদের এশিয়ার দেশ আফগানিস্তান ইরান লাওস ভিয়েতনাম উত্তর কোরিয়া আফ্রিকার নাইজেরিয়া সহ অনেক মুসলিম দেশ আমেরিকার ফরেন রিজার্ভ জব্দের শিকার হয়েছে। অনেকে ধান বাঁধতে শিবের গীত গেয়েছেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন, অথচ তাদের বুঝা উচিত ছিল যে একবার যদি দেশের ফরেন রিজার্ভ জব্দ করা হয় তাহলে আমদানির নির্ভর বাংলাদেশ খাদ্য ঔষধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে মারাত্মক সংকটে পতিত হবে, এবং দেশের অনেক মানুষ না খেয়ে মরবে। যেমন ইরান ওআফগানিস্তানে দেখা গিয়েছে। অনেকেই শুধু না বুঝে বিরোধিতার জন্যই বিরোধিতা করেন আসলে এরাই যদি সঠিকভাবে বিষয়টি অনুধাবন করতে পারতো তাহলে আজ পত্রিকার প্রতিবেদনের নিচে অ্যাডভোকেট মোঃ মাহমুদুর রহমানের শুধু প্রশংসাই দেখা যেতো নিন্দা নয়। আসলে বাঙালি এখনো পরচর্চা পরনিন্দা ও হিংসা বিদ্বেষ পোষণে সবার উপরে এই প্রতিবেদনের মন্তব্যে তাই প্রমাণিত হয়।
এই আইনজীবীকে কি ভারত নিয়োগ দিয়েছে ?
রিটকারী একজন মূর্খ আইনজীবী, সরকারের দালাল।মায়ের চেয়ে মাসির দরদ বেশী। দেশের মানুষের সাথে তামাশা করছে এরা।
এইসব অতি উতসাহিদের জন্য দেশটার ১২টা বাজতেছে....যত্তসব।
আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত টাকা গুলি কার? এগুলি কি রাষ্ট্রীয় টাকা না ব্যক্তিগত টাকা? আমেরিকা কাদের একাউন্ট ফ্রীজ করবে? তাদের অপরাধ কি? কি কারণে ফ্রীজ করবে একাউন্ট? আমেরিকা সুস্পষ্ট ভাবে আইনগত শর্ত দিয়ে বি বিশ্বব্যাপি জানিয়ে দিয়েছে যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করছে কিংবা ভবিষ্যতে করবে.? একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সংঘটিত করতে যারা বেআইনি বাধাঁ দিবে জোড় জবরদস্তি চালাবর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে প্রকৃত জনমতকে স্তব্ধ করে দিবে তাদের উপরই নেমে আসবে আমেরিকান খড়গ। এটাতো লাউড এন্ড ক্লিয়ার। রিটকারী আইনজীবি একজন আওয়ামী দালাল। সে বাংলাদেশের বিশ কোটি জনতার ভোটাধিকার সহ সমস্ত মানবিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মৌলিক অধিকার হরণ করা আওয়ামী রাষ্ট্রীয় সন্ত্রাসি ক্ষমতাবাজদের অপরাধ নিয়ে কোন আইনি ব্যাখ্যা দিলনা তাদের অপরাধের প্রায়শ্চিত্ব নিয়ে কোন শব্দ করলোনা। গণতন্ত্রহীন বাংলাদেশের ভবিষ্যত ধ্বংশ রক্ষায় কোন ভ্রুক্ষেপ করলোনা সে রিজার্ভ বাচাঁতে দালালী করলো। এই রিজার্ভ বাংলাদেশের সাধারণ জনতার নয় এই রিজার্ভ আওয়ামী লুটেরা দুর্নীতিবাজ ক্ষমতাবাজদের। তাদের দুর্ভেদ্য পাপাচারী স্বৈরাচারী অগ্রযাত্রা রোধ করে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনঃরুদ্ধার করা একমাত্র আমেরিকার পক্ষেই সম্ভব। অন্যথায় বাংলাদেশকে কর্তৃত্ববাদী স্বৈরাচারের অনির্দিষ্ট কালের স্বর্গরাজ্যে পরিনত করবে এই আওয়ামীলীগ।
কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হলে তাদের ফরেন রিজার্ভ জব্দ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোনো রীতি। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বহু দেশের ফরেন রিজার্ভ জব্দ করেছে এবং তাদের অর্থনীতি পর্যুদস্ত করে ফেলেছে। ---মনে হয় না খুব বেশি লোক এই নাজুক বিষয়টি এই মুহূর্তে চিন্তা করেছে; হাসান সাহেব কে আমি চিনি না কিন্তু ওনার এই চিন্তা কে সাধুবাদ জানাই ।একেবারেই সময় উপযোগী একটি বিষয় তিনি অবতারণা করেছেন। কর্তৃপক্ষের এই বিষয়টা অবশ্যই ভেবে দেখা উচিত!খোদা না করুক এমন কিছু ঘটলে দেশের যে কি হবে ,সেটা চিন্তা করলেই আতঙ্কিত হই।(It is a long-standing practice of the United States to freeze the foreign reserves of a country when it becomes a target of the United States. The US has already seized the foreign reserves of many countries and crippled their economies.--- I don't think many people have thought about this sensitive issue at the moment, I don't know Hasan Sahib but I applaud his thinking. The authorities must consider this matter. God forbid, if something like that happens, I get scared when I think about what will happen to the country).
ভাইরে কেও লিখে দিছে ।
দুরভিসন্ধিমূলক রিট।
ভারত এমনকি বিশস্ত রাষ্ট্র যে আমাদের রিজার্ভ ভারতে সরিয়ে আনতে হবে। রিটকারীর অন্তরে গোপন কোন বিষয় আছে!!
রিজার্ভের কিছু অংশ ভাড়াতে রাখার চিন্তাটা আওয়ামী প্রাভু ভাড়াতকে উপঢৌকন দেয়ার আরেক ছুতা।চেতনা,৭১,সেক্যুলারিজমের নামে বিজেপি-আএসএস এর বিষাক্ত উগ্র হিন্দুত্ববাদ তথা হিন্দু সন্ত্রাসবাদ প্রসারে হাওয়া দেবে।যথেষ্ট পুষ্টি দেবে হাসু রেজিমকে আজ্ঞাবহ বাকশালী অপশাসন কায়েম করার।
যেখানে আমাদের সবকিছু ওদের কাছে ধরা। আমরা শক্তি ও অর্থে এদের ধারে কাছেও নেই। এরপরও কেন কথা ও কাজে বুঝাতে চেষ্টা করি যে তোমরা আমাদের শত্রু দেশ?
আহ! হা! রিট কারি বেক্তি দেশ দরদী। বেটা হাসিনাকে নামতে বল।দেশ বাচাও মানুষ বাঁচাও। এই বেটার আওয়ামী লীগের আমলে বাজার করে খেতে হয়না।দালাল সাহেব দেশে ১৮ কোটি মানুষ আছে তোদের মতো দালাল পা চাটা কম লোক।
আমেরিকা চুর,দুর্নিতিবাদ,সন্ত্রাসি সর্বপুরি আমরা জাদেরকে খারাপ মনে করি তাদের জন্য বিষা নিতি করেছে।আমাদের সকল দলের নেতা এবং জনগন তা সানন্দে গ্রহন করেছে। শুদু কিছু চুর বাটপার ও সৈরাচার ছাড়া
রিজার্ভ ভারক,চীন,রাশিয়ায় রাখলে ফকির হইতে সময় লাগবে না ।
আমেরিকার যদি সত্যিই বাংলাদেশে গণতন্ত্রের শুভ-কামনা থাকত তাহলে তাদের উচিত ছিল বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী ফকর উদ্দিন, মঈন উ আহমেদ, হাসান মওসুদ চৌধুরী প্রমুখকে বহিষ্কার করা। তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী। কীভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পেল এবং অর্থ পাচারকারীদের প্রায় সবাই কীভাবে মার্কিন ভিসা পায়? লুটেরাদের জন্য দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য হতে হবে না।
This is a stupid idea and self inflicting. I believe Bangladesh central bank keeps their foreign reserve account in Federal Reserve Bank of New York . It provides all the necessary financial services on behalf of the clients. It acts like the bankers bank that no other bank can provide those services as efficiently as Federal reserve bank of New York. Similar but not as comprehensive are also possible to obtain from Bank of Japan, Deutsche Bundesbank and Banque de France etc.
বাংলাদেশ বিশ্বে অন্যতম শান্তি প্রিয় একটি দেশ কিন্তু আমরা একে অপরকে সহ্য করতে পারিনা। আমাদের কারণেই আজ আমাদের এই অবস্থা। আমাদের রাজনীতি খুবই নোংরা। দেশের মঙ্গলের জন্য রাজনীতি শুদ্ধ করতে হবে।তাছাড়া আইন ও প্রশাসন কে কোন দলের হয়ে কাজ করা যাবেনা, সবাকে নিরপক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
Kazi ঠিকই বলেছেন। অধিকাংশ মুসলিম দেশ মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। দরিদ্র ও নিরপরাধ আফগানিস্তান তার ৭ বিলিয়ন ডলার রিজার্ভ আমেরিকায় আটকের কারণে ভুগছে। যত তাড়াতাড়ি সম্ভব সব দেশের ডলার রিজার্ভ ছেড়ে দেওয়া উচিত।
এ ব্যপার টা পাবলিক ফ্যালেসে না এনে - কুটনৈতিক ভাবে দেখার দরকার ছিলো-কি করা যায়। উদাহারন গুলি বাস্তব -এটা মানতে হে এখানে রাজনীতি বা কোন দল নিয়ে কথা নয় । দেশের জন্য রিট টা হয়েছে-আমরা তো সব দল - রাজনীতির দিকে নিয়ে যাই । এটা আমরা বাঙ্গালীর সভাব।
আওয়ামী লীগের কোন নেতা কর্মী আমেরিকায় বসবাস না করাই উত্তম।
রিটকারী ব্যক্তি নিশ্চয় আওয়ামীলীগের দালাল। বাংলাদেশের রিজার্ভ নাকি ভারতে নিরাপদ থাকবে। কি হাস্যকর কথা। নিশ্চয় ভরতপ্রেমী।
রিটকারীর ভাবিস্যাত উজ্জ্বল।রিটটি করে বিচারপাতি হওয়ার মতো যোগ্যতা তিনি অর্জন করে ফেললেন।
রিজার্ভের সুরক্ষায় আমেরিকা অনিরাপদ দেশ এটা কোন জনগণ বলসে আর চীন, ভারত, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা নিরাপদ দেশ এটাইবা কোন জনগণ বলসে??? সাহস থাকলে নির্দেশদাতার নাম বলেন, মিছামিছি জনগণকে বেচেন কেনো!!!!
রীটকারীকে পররাষ্ট্রমন্ত্রালয়ের প্রধান পরামর্শক হিসাবে নিয়োগ দিলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও শুধু পররাষ্ট্রমন্ত্রালয় নয়, এই সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন প্রতিটি ব্যক্তিই অযোগ্য। ফ্যাসিষ্টদের সব সময় অযোগ্য লোকদেরই পছন্দ, কারণ যোগ্য লোকেরা যা ন্যায় তার পক্ষে থাকে, অন্যায় কিছু দেখলে তার প্রতিবাদ করে, এখানে ফ্যাসিষ্ট নিজের ইচ্ছামত সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনা, তাই এমন অযোগ্য লোকদের পছন্দ করে যারা সবকিছুতে জ্বী হুজুর জ্বী হুজুর করে। খোদ আলীগের যোগ্য লোকদের অপাঙ্কতেয় করে বসিয়ে রেখে অযোগ্য লোকদের দিয়েই এই সরকার চলছে। যোগ্য লোক হলে কি কেউ ভিন্ন দেশে গিয়ে নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখে আকুতি করে? দর কষাকষি না করে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিপক্ষের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে?
ভোট করবেন রাজনৈতিক দৃষ্টি ? আদালত কিন্তু এমন মামলার জন্যে জরিমানা করে।
কি ভয়ংকর একটা রীট। উনি রীট করার আগে কারো পরামর্শ নিয়েছেন? উনি ভুলে গেছেন কি পরিমান বাংলাদেশী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। উনি ভুলে গেছেন বাংলাদেশ মানে আওয়ামী লীগ না। শুধু মাত্র ভোট চুরির বৈধতা চেয়ে এই রীট আর তার ফল ভোগ করবে নিরীহ জনগন। ভোট চুরি যদি রীট কারির নৈতিক চাওয়া হয় তাহলে ভোট ব্যবস্থা তুলে দেয়ার জন্য রিট করতে পারতেন। তাহলে উনার নেতৃ আজীবন ক্ষমতায় থাকতে পারতেন হ্যা সে ক্ষেত্রে কি ভাবে অমরত্ব লাভ করা যায় সেটা নিয়ে চিন্তা করতে পারতেন।
দেশে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা নেই। দুর্নীতি ও অব্যবস্থাপনায় ছেয়ে গেছে বাংলাদেশ। এখানে আমেরিকার পদক্ষেপ রাষ্ট্রের বিপক্ষে নয় এটা এই হায়েনা সরকারের বিপক্ষে। তারপরও কথায় আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়।
good idea...thanks for highlight key point. very very important thing, good or bad our issue we can manage we together .international county involve always not good (basically USA). see example all African/middle Est etc....BANGLADESH SHOULD REVIEW YOUR POINT. [email protected]
বিষয় উদুর পিন্ডী ভূদুর ঘাড়ে !
আমি মি: আইনজীবিকে বলছি, আমি নিজে সহ যারা ২০১৪ সালে এবং ২০১৮ সালে ভোট দিতে পারি নাই। সামনে পারবো কি না জানিনা তাদের হয়ে একটা রিট করেন। দেখি আপনি দেশে থাকতে পারেন কি না।
জনাব আনোয়ার হুসেন । সত্য কথা অনেক সময় তিক্ত । রিট কারি কূটনৈতিক মিশনের উৎকর্ষ চেয়ে পরামর্শ দিয়েছেন । কাউকে ছোট করেছেন মনে হয় না। আমেরিকা মুসলিম কোন দেশের উন্নতি সহ্য করতে পারে না । যতটি দেশের ফরেন রিজার্ভ ফ্রিজ করা হয়েছে তা অন্যায় ভাবে করা হয়েছে, এবং এগুলি মুসলিম দেশ।
No problem, September I will be going to India there will keep reserve from USA.
রীট আবেদন কারী চাইছেন নতুন চমক সৃষ্টি করতে। কিন্তু তা অমূলক এবং সরকারের পক্ষের রাজনৈতিক দৃষ্টি।
কেন এই নতুন নীতিমালা এলো এর প্রেক্ষাপট একটি শব্দও উল্লেখ করলেন না।আর আমাদের বৈদেশিক মুদ্রা যখন চুরিডাকাতি হয়ে যায় তখন তিনি কোথায় ছিলেন?
রিট কারীকে বলছি তোমার এত হেডম থাকলে আমেরিকাকে লাল কার্ড দেখাও। তুমি চুরি করবা আর আমেরিকা তোমাকে চোর বলতে পারবেনা, তাই না। সময় থাকতে তুমি নিজে ভালো হও তারপর অন্যকে বলো। দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছো। এবার আমেরিকার মাধ্যমেই সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।
So ridiculous
আওয়ামীলীগ মানেই কি বাংলাদেশ? না, এমন ভাবার কাজ করুন নেই। হাজারো সেংশন মাথায় করে আমেরিকার মতো পরাশক্তিকে চেলেঞ্জ করে বাংলাদেশকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা কোনো সূস্থ সরকারের কাজ নয়। চুরি থেকে বেঁচে যাওয়া বাকি রিজার্ভ টুকু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে পকেটে ভরার দূরভিসন্ধি নয়তো ?
যুক্তরাষ্ট্র থেকে রিজার্ভ সরালে, এটা যুক্তরাষ্ট্রের কতটুকু ক্ষতি হবে ? এগুলো কিছু চাটুকারের অতি উৎসাহী ও হাস্যকর কর্ম ছাড়া আর কিছু্ নয়। যাতে হয়ত বর্তমান সরকার আরো বেশি ক্ষতিগ্রষ্ত হওয়ার অশংকা করা যায়।
What do you mean by 'only super power'? Has Russia and China no military strength? Russia has world's most nuclear weapons and it's airforce is great incomparable to any other country in the world. China economy is only a little behind US and it's now closest position ever before.
Being guilty of your own fault and blaming others.
রিটকারী যেভাবে আমাদের রাজনৈতিক নেতাদের, পররাষ্ট্র ও দুতাবাসকর্মীদের মান ও যোগ্যতা নিয়ে নেতিবাচক মন্তব্য কেরেছন তা খুবই দু:খজনক। এছাড়া সমাধান হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়কেই একমাত্র পাথেয় বলেছন তা দুরভিসন্ধিমূলক। নিজের পঠিত বিষয়কে প্রমোট করতেই কি এ পথেহাটা?
God bless USA
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]