ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

সরকারের নবম বর্ষপূর্তি: নরেন্দ্র মোদির লোকসভা অভিযান শুরু আজ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১০ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

mzamin

বিজেপি তাদের লোকসভা অভিযানের কিকঅফটি করছে বুধবার, রাজস্থানের আজমীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মাধ্যমে। এই সভায় মোদি তাঁর ৯ বছরের কার্যকালে কিভাবে মানুষের জন্য কাজ করেছেন তা প্রতিভাত করবেন। বিজেপি এবার লোকসভা নির্বাচনে তুলে ধরবে পন্ডিত জওহরলাল নেহেরুর সোশ্যালিজম থেকে ভারত কিভাবে নরেন্দ্র মোদির জন ধন যোজনায় পৌঁছেছে। এবার লোকসভা নির্বাচনে বিজেপির আউটরিচ বিভাগের প্রধান তরুণ চুগ জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ আজমীরে যে অভিযানের সূত্রপাত করছেন তা ছড়িয়ে যাবে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আসমুদ্র হিমাচল। তিনি জানিয়েছেন, দেশের ৫৪৩টি লোকসভা ক্ষেত্রকে ১৮৮টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে।  

কেন্দ্রীয় মন্ত্রীরা সমেত বিজেপির দুজন করে শীর্ষ নেতা এই ক্লাস্টারগুলির প্রতিটিতে আটদিন করে কাটাবেন। জনসভা করবেন, করবেন জনসংযোগ। এছাড়াও বিকাশ জ্যোতি নামে এক কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি তুলে ধরা হবে। এর জন্য ১৬ লক্ষ স্বেচ্ছা কর্মী নিয়োগ করেছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদি এবং সরকারের  যে কাজগুলো তুলে ধরা হচ্ছে তার মধ্যে আছে দাঙ্গাবিধ্বস্ত সুদান থেকে তিন হাজারের বেশি ভারতীয়কে দেশে ফেরানো, সংবিধানের তিনশো সত্তর ও পয়ত্রিশ এ ধারা বিলোপ, ৭৫ শতাংশ অধিগ্রহণের মাধ্যমে উন্নয়ন, ৩৫৪ শতাংশ প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি, দু কোটি ৯৭ লক্ষ লোকের কাছে বন্দে ভারত ট্রেন ও এয়ার বাবল এর সুযোগ পৌঁছে দেওয়া, ভূকম্প বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কে পাঁচ হাজার ৯৪৫ টন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, কোভিড এর সময় দেশে - বিদেশে ২৯ কোটি ২০ লক্ষ ভ্যাকসিন দেয়া, তেইশ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি গুলিকে সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত করা প্রভৃতি।

বিজ্ঞাপন
মোদি নিজে সরকারের নবম বর্ষ পূর্তিতে বলেছেন- জনগণের কল্যাণ করা এবং তাদের সার্বিক উন্নয়নই তাঁর লক্ষ্য।  বলাই বাহুল্য, এবার বিজেপির প্রচার অভিযানের মুরাল এটিই।

 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status