বিশ্বজমিন
ইমরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৪ অপরাহ্ন

ইমরান খানের সঙ্গে কোনো ধরণের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এতে তিনি বলেন, ৯ই মে’র দাঙ্গা ও পিটিআই’র সহিংস বিক্ষোভের পটভূমিতে আলোচনায় বসার কোনো সুযোগ নেই। উল্টো তিনি ৯ই মে সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের সাথে জড়িতদের তাদের রাষ্ট্র বিরোধী কর্মের জন্য জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এ খবর দিয়েছে ডন।
খবরে বলা হয়, পিটিআই প্রধান ইমরান খান সম্প্রতি আবারও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এরপরেই মঙ্গলবার ওই টুইট করলেন শেহবাজ। এতে তিনি বলেন, সংলাপ গণতন্ত্র বিকাশের একটি চাবিকাঠি। কিন্তু রাজনীতিবিদদের আড়ালে নৈরাজ্যবাদী এবং অগ্নিসংযোগকারীদের সাথে সংলাপে বসা যায় না। অতীতে ইমরান খান ক্ষমতাসীন শাসকদের ‘চোর’ বলেছিলেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তিনি কখনই তাদের সাথে সংলাপে বসবেন না।
প্রধানমন্ত্রী তার টুইটে স্বীকার করেছেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় অচলাবস্থা দূর করতে সংলাপ অত্যন্ত কার্যকর। এটি গণতন্ত্রকে পরিপক্ক ও বিকশিত হতে সাহায্য করে। তিনি বলেন, এর আগেও রাজনৈতিক নেতারা ঐকমত্য তৈরির জন্য টেবিলে বসেন এবং এরমধ্য দিয়ে অনেক রাজনৈতিক ও সাংবিধানিক অগ্রগতি ঘটেছে। তবে নৈরাজ্যবাদী এবং অগ্নিসংযোগকারীদের সাথে তাদের বড় পার্থক্য আছে। এই নৈরাজ্যবাদীরা রাজনীতিবিদদের পোশাক পরে রাষ্ট্রের প্রতীককে আক্রমণ করে। তারা সংলাপের যোগ্য নয়। প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, এই ধরনের লোকদের বরং তাদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করা উচিত। উন্নত গণতন্ত্রেও এই প্রথা রয়েছে।