ভারত
মুম্বাই হাইকোর্টের রায়
২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫২ অপরাহ্ন

তাঁর গর্ভের বয়স ২৩ সপ্তাহ। এই সময় গর্ভপাতের অনুমতি দেওয়া কঠিন। কিন্তু, এই কঠিন কাজটাই করে দেখালো মুম্বাই আদালত। এক ঐতিহাসিক রায়ে তারা তরুণীকে গর্ভপাতের অনুমতি তো দিয়েছেই সেই সঙ্গে এই নিদানও দিয়েছে যে সংবিধান অনুযায়ী যে কোনো মানুষেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। অবাঞ্চিত গর্ভপাত করে এই তরুণী যদি স্বাধীনভাবে বাঁচতে চান, আদালত তাতে সাহায্যই করবে। গর্ভের সন্তান অবাঞ্চিত কেন? তরুণী অশ্রুসজল কণ্ঠে জানিয়েছেন যে তিনি ২০১৬ সাল থেকে একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তিনি এক অন্য পুরুষকে বিবাহ করেন। তাঁদের এক সন্তানও হয়। কিন্তু, ২০২২ সালের এপ্রিলের এক রাতে মদ্যপ অবস্থায় তরুণী ও তাঁর সন্তানকে মারধর করে বাড়ির বাইরে করে দেন তাঁর স্বামী। তিনি তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে আশ্রয় চান। আশ্রয় তিনি দেন কিন্তু তরুণীর শরীর ভোগ করার শর্তে। কদিনের মধ্যে তরুণী বুঝতে পারেন যে ভুল জায়গায় তিনি এসেছেন। এরপর তিনি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করেন। কিন্তু, কয়েক মাসের মধ্যে বোঝেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন গর্ভপাতের আবেদন নিয়ে। মুম্বাই আদালত তাঁকে এক ঐতিহাসিক রায়ে এই অনুমতি দিলেও প্রশ্নের মুখে পড়েছে যে অনাগত সন্তানটিরও কি অধিকার ছিলো না বেঁচে থাকার? মুম্বাই আদালত জানাচ্ছে আজাতক এর থেকে তাদের বেশি আগ্রহ জাতককে নিয়ে। তাই, তরুণীকে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে।