ভারত
বৃষ্টিতে ভেসে যাওয়া আইপিএল ফাইনাল আজও না হলে চ্যাম্পিয়ন কে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

এক নাগাড়ে বৃষ্টি, থামার কোনো লক্ষণ ছিলো না। রাত ১১টায় আম্পায়াররা ঘোষণা করলেন- আইপিএল ফাইনাল রিসার্ভ ডে অর্থাৎ সোমবার পর্যন্ত গড়াবে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। কিন্তু, যদি খারাপ আবহাওয়ার কারণে সোমবারও ম্যাচ না হয় তাহলে কি হবে? ভারতীয় বোর্ড সূত্র জানাচ্ছে যে, তাহলে চেষ্টা হবে সুপার ওভার খেলানোর। তাও সম্ভব না হলে গুজরাট টাইটান্সকে বিজয়ী ঘোষণা করা হবে। চেন্নাই সুপার কিংস হবে রানার্সআপ।
কেন যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে না গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসকে? এই ব্যাপারে একটি ব্যাখ্যা পাওয়া গেছে বোর্ড সূত্রে। ব্যাখ্যাটি হলো- যেহেতু লীগ তালিকায় অর্জিত পয়েন্টের ভিত্তিতে গুজরাট টাইটান্সের নাম সবার ওপরে ছিল তাই চ্যাম্পিয়নশিপের দাবিদার তারাই। অর্থাৎ আজ সোমবার আইপিএল ফাইনালে যদি একটি বলও খেলা সম্ভব না হয় তাহলে চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স। রোববার ম্যাচ শুরুর আগে অফিসিয়াল আডভার টাইসমেন্ট বোর্ডে চেন্নাই সুপার কিংস দলের একটি ছবি ফুটে ওঠে। যার ক্যাপশন এ লেখা ছিল- আইপিএল রানার্স। উদ্যোক্তারা ভাইরাল হয়ে যাওয়া এই ছবি প্রসঙ্গে জানাচ্ছেন- ওটা মানবিক ভুল। ট্রায়াল এর সময় ওটা হয়ে গেছে। প্রশ্নের ভ্রুকুটি উঠেছে- এই ভুলটাই সত্যি নয়তো? আইপিএলে সবটাই কি পূর্ব নির্ধারিত?