বাংলারজমিন
লস্করদিয়া ইউপির বাজেট ঘোষণা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
(১ বছর আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১:২২ অপরাহ্ন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে, লস্করদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে, বাজেট ঘোষণা করেন ইউপি সচিব পবিত্র কুমার সিকদার।
বাজেটে মোট আয় ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৭০৯ টাকা, মোট ব্যয় ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৩৯২ টাকা এবং উদ্বৃত্ত ৬৫ হাজার ৩১৭ টাকা ঘোষণা করা করা হয়েছে।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।