রাজনীতি
তরুণরা ঐক্যবদ্ধ হলে ভোটের অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না: মজিবুর রহমান মঞ্জু
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৯:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৮ অপরাহ্ন

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দোষারোপ বা হতাশার পরিবর্তে সঠিক গবেষণার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও তার প্রকৃত সমাধানের প্রস্তাব করে তরুণদের মধ্যে আশার সঞ্চার ঘটানোই এবি পার্টির রাজনীতি। তরুণরা ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আমাদের ভোটের অধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম ইয়ুথ ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, চট্টগ্রামকে সিঙ্গাপুরের আদলে গড়ার জন্য চট্টগ্রাম বন্দরের আয়ের একটি নির্দিষ্ট পার্সেন্ট চট্টগ্রামের উন্নয়নের জন্য ব্যায় করার দাবি ন্যায্য ও বাস্তবসম্মত। এই দাবি সরকারকে মানতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানের জন্য চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম। অনুষ্ঠানের মূল পর্ব বাংলাদেশ ও চট্টগ্রাম নিয়ে যুবকদের ভাবনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান, পটিয়া জেনারেল হাসপাতাল ও পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, শিল্প উদ্যোক্তা ও কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেলসহ বিভিন্ন নেতারা।