বাংলারজমিন
আওয়ামী লীগ আজ কোনো রাজনৈতিক দল নয়: খসরু
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৮ মে ২০২৩, রবিবারবিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আজকে কোনো রাজনৈতিক দল নয়। এরা বিক্রি হয়ে গেছে অফিসারদের কাছে, পুলিশের কাছে, দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে। এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদেরকে বলীয়ান করেছেন, শক্তিশালী করেছেন, ঈমানদার করেছেন। এই জন্যই আগামী নির্বাচনে আমাদের জয় হবে। তারা পরাজয় হতে বাধ্য। অপশক্তি, দুর্নীতিবাজ কর্তৃত্বপরায়ণ কোনো দিন জনগণের সামনে দাঁড়াতে পারে না। গতকাল বিকালে ১০ দফা দাবিতে নোয়াখালী প্রেস ক্লাব সড়কে আয়োজিত বিএনপি’র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খসরু বলেন, আমেরিকার ভিসা নীতিমালা এসেছে। তারা বারবার বলার পরও সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। গুম, খুন, মিথ্যা মামলা বন্ধ হচ্ছে না।
ভালো হয়ে যাওয়ার জন্য ৭ মাস আগে স্যাংশন দিয়েছিল আমেরিকা। যাতে করে বাংলাদেশের মানুষ নির্দ্ধিধায় নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারে। সরকার যেন বাকস্বাধীনতা বন্ধ করতে না পারে। গণমাধ্যমের বাকস্বাধীনতা, সুশীল সমাজের বাকস্বাধীনতা, বিরোধী দলের বাকস্বাধীনতা বন্ধ করতে না পারে। খসরু বলেন, বাংলাদেশে নির্বাচন হবে। শেখ হাসিনার পতনের পরে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, শুধু বিএনপি নয়- এ দেশের ১৮ কোটি মানুষ ওই নির্বাচনে অংশগ্রহণ করবে। এ অনির্বাচিত সরকারকে সাগরের ঢেউয়ের মতো ভাসিয়ে নিয়ে যাবে জনগণ। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, ওরা জানে, এজন্য তলে তলে কাজ করছে যেন তাদের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। এ খেলা চলবে না।
পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের কোনো নির্বাচনে বিএনপি যাবে না। বিএনপি না গেলে তারা নির্বাচন করুক। আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের শান্তি সমাবেশে যতজন আওয়ামী লীগের লোক তার থেকে পুলিশ বেশি। কী একটা অবস্থা, কী দুরবস্থা, কী অসহায় অবস্থা। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় ও জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে সমাবেশে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নাল আবেদিন ফারুক, বিএনপি যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।