ভারত
রাজকাপুরের বাংলো, মালা সিনহার বাড়ি প্রোমোটারদের দখলে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৪:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন
মুম্বাইয়ের চেম্বুরে অবস্থিত বলিউড কিংবদন্তী রাজকাপুরের বিলাসবহুল বাংলো এবং বান্দ্রায় মালা সিনহার আইকনিক বাড়িটি প্রোমোটারদের হাতে চলে গেছে। রাজকাপুরের বাংলোটি নিয়েছে গোদরেজ প্রপার্টিস। তারা রাজকাপুরের স্মৃতিবিজড়িত বাংলোটি সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানে একাধিক ছোট ছোট আধুনিক বাংলো বানাবে। রাজকাপুরের বহু ছবির ভাবনা চিন্তার শুরু এই বাংলো থেকে। সে সবই অতীতের গর্ভে বিলীন হয়ে যাবে। রাজকাপুরের বড় ছেলে রণধীর রাজ কাপুর বলেছেন, গোদরেজ প্রপার্টিসের হাতে যাওয়ায় তারা আশা করছেন- পুরোনো ঐতিহ্য তারা কিছুটা বজায় রাখবেন।
মালা সিনহার বান্দ্রার বাড়িটি ভেঙে ২২তলা ফ্ল্যাট হবে। মালা সিনহা এখন অন্যত্র সরে গেছেন। নতুন ২২তলা হলে তিনি সেখানে দুটি ফ্ল্যাট পাবেন। মালা সিনহার হয়ে পুরো বিষয়টি দেখছেন তার কন্যা প্রতিভা সিনহা। প্রতিভা বলেন, মায়ের বাড়ি মেইনটেইন করা যাচ্ছিলো না। তাই প্রোমোটারের হাতে দিতে হলো। কই, কেউ তো একবার খবর নিতেও আসে না। এই বাড়ির সঙ্গে আমার দাদু আলবার্ট সিনহার স্মৃতি জড়িত। বহু ছবির চিত্রনাট্যর পরিকল্পনা হয়েছে এই বাড়িতে। সরকার তো কোনও উদ্যোগ নেয়নি। দুটি ইতিহাসের স্মারক ভবন ভেঙে ফেলার অনুমতি দিয়েছে বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। আজকালের মধ্যে জায়গাগুলি ভেঙে নতুন নির্মাণ শুরু হয়ে যাবে।