ভারত
রাজকাপুরের বাংলো, মালা সিনহার বাড়ি প্রোমোটারদের দখলে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৪:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৭ পূর্বাহ্ন

মুম্বাইয়ের চেম্বুরে অবস্থিত বলিউড কিংবদন্তী রাজকাপুরের বিলাসবহুল বাংলো এবং বান্দ্রায় মালা সিনহার আইকনিক বাড়িটি প্রোমোটারদের হাতে চলে গেছে। রাজকাপুরের বাংলোটি নিয়েছে গোদরেজ প্রপার্টিস। তারা রাজকাপুরের স্মৃতিবিজড়িত বাংলোটি সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানে একাধিক ছোট ছোট আধুনিক বাংলো বানাবে। রাজকাপুরের বহু ছবির ভাবনা চিন্তার শুরু এই বাংলো থেকে। সে সবই অতীতের গর্ভে বিলীন হয়ে যাবে। রাজকাপুরের বড় ছেলে রণধীর রাজ কাপুর বলেছেন, গোদরেজ প্রপার্টিসের হাতে যাওয়ায় তারা আশা করছেন- পুরোনো ঐতিহ্য তারা কিছুটা বজায় রাখবেন।
মালা সিনহার বান্দ্রার বাড়িটি ভেঙে ২২তলা ফ্ল্যাট হবে। মালা সিনহা এখন অন্যত্র সরে গেছেন। নতুন ২২তলা হলে তিনি সেখানে দুটি ফ্ল্যাট পাবেন। মালা সিনহার হয়ে পুরো বিষয়টি দেখছেন তার কন্যা প্রতিভা সিনহা। প্রতিভা বলেন, মায়ের বাড়ি মেইনটেইন করা যাচ্ছিলো না।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]