ভারত
তিন খানের রাতভর পার্টি ঘিরে জল্পনা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

অদূর ভবিষ্যতে শাহরুখ খান, সালমান খান এবং আমির খান কি এক ছবিতে দেখা যাবে? আইফা আওয়ার্ডের সঞ্চালনা করতে আবুধাবি রওয়ানা হওয়ার আগে সালমানের বান্দ্রার গ্যালাক্সি এপার্টমেন্টে তিন খানের রাতভর পার্টি করার খবর আসতে এই জল্পনা দানা বেঁধেছে। পার্টি করার জন্যে সন্ধ্যাবেলাতেই আমির উপস্থিত হয়ে যান গ্যালাক্সিতে। শাহরুখ ও সালমান পার্টিতে যোগ দেন শুটিং এর পর রাতে। লাল সিং চাড্ডা ফ্লপ হওয়ার পর আমির আর ক্যামেরার মুখোমুখি হচ্ছেন না- এই বিষয়টি ভাবাচ্ছে শাহরুখ ও সালমানকে। দু’জনেই আমিরকে অনুরোধ জানান শুটিং ফ্লোরে ফেরার জন্যে। তবে, নির্ভরযোগ্য সূত্রে খবর, টাইগার থ্রির পরে তিন খান নিজেদের নিজস্ব ব্যানারে একটি ছবি প্রযোজনা করতে চলেছেন যাতে তিনজনকেই অভিনয় করতে দেখা যাবে। সেই রাতে পার্টি চলে ভোর ৪টা পর্যন্ত। বলিউড এখন সরগরম তিন খানের এই পার্টি করা নিয়ে।