ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দেশের চলমান প্রকল্প বাস্তবায়নে আ.লীগকে ফের ক্ষমতায় আনতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লালমোহন ও তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
২৬ মে ২০২৩, শুক্রবার
mzamin

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকারের অধীনে দেশে চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এ সকল প্রকল্প বন্ধ করে দিবে। আওয়ামী লীগকে হিংসা করে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায় বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলায় ভাঙন রোধে এক হাজার ৯৬ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে। এগুলো তো আর আওয়ামী লীগের জন্য করা হয়নি, করা হয়েছে সাধারণ মানুষের জন্য। তারা আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা করে সাধারণ মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মেঘনার ভাঙন রোধে ভোলা জেলায় সবচেয়ে বড় প্রকল্প এটি। ২০১০ সালে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তজুমদ্দিনের মানুষ আমাকে সংবর্ধনা দিয়ে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবি জানান। সেই দাবির প্রেক্ষিতে এর আগেও ভাঙন রোধে কাজ হয়েছে। আজ পুরোপুরি ভাঙন রোধে সবচেয়ে বড় প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এটি বাস্তাবায়ন হলে লালমোহন-তজুমদ্দিনের মানুষ মেঘনার করাল গ্রাস থেকে চিরতরে রক্ষা পাবে।

বিজ্ঞাপন
এ জন্য লালমোহন-তজুমদ্দিনের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।

পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নূরুল আলম, পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী প্রামানিক, ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসান মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status