বিশ্বজমিন
ইমরানসহ পিটিআইয়ের ৬০০ নেতার নাম নো-ফ্লাই লিস্টে
মানবজমিন ডেস্ক
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১০ অপরাহ্ন

চেয়ারম্যান ইমরান খানসহ পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) কমপক্ষে ৬০০ নেতা ও সাবেক প্রাদেশিক পরিষদের সদস্যের নাম ‘নো-ফ্লাই’ লিস্টে উঠেছে। এর ফলে এসব নেতা বিমানে আরোহন করতে পারবেন না। দেশ ছাড়তে পারবেন না। ৯ই মে সহিংসতায় জড়িত থাকায় এসব নাম তালিকায় নিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।
এতে বলা হয়, ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটির ভিতরের সূত্রগুলো বলেছেন, পিটিআই নেতা ও এর প্রধানের নাম উঠেছে ওই তালিকায়। তারা যাতে বিদেশ যেতে না পারেন সে জন্য ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টে যোগ হয়েছে এসব নাম। এর মধ্যে আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, মুরাদ সাঈদ, মালিকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, কাসিম সুরি, আসাদ কায়সার, ইয়াসমিন রাশিদ, মিয়া আসলাম ইকবাল প্রমুখ।