বাংলারজমিন
দুই কিলোমিটার সড়ক যেন হাজারো জেলের কান্না
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
২৬ মে ২০২৩, শুক্রবার
দশমিনা উপজেলার পূর্ব কাটাখালী থেকে গোলখালী তেঁতুলিয়া নদী পর্যন্ত দুই কিলোমিটার সড়ক যেন হাজারো জেলেদের কান্নায় পরিণত হয়েছে। প্রতিদিন তেঁতুলিয়া নদীতে যাওয়া ও মৎস্য শিকার করে বিক্রির জন্য দশমিনা নিয়ে আসার জন্য পরিবহনের একমাত্র ওই সড়কটি ব্যবহার করেন গোলখালী কাটাখালী এলাকার হাজারো মৎস্যজীবী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশে দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় জেলে আলতাফ সরদার বলেন, দুই কিলোমিটার সড়ক আমাদের জন্য কান্নায় পরিণত হয়েছে। গোলখালী মৎস্য আড়তের স্বত্বাধিবারী আবিদুল হাসান তুয়েল সিকদার বলেন, দুই কিলোমিটার সড়কের জন্য দ্বিগুণ তিনগুণ ভাড়া গুনতে হয় মৎস্য পরিবহনের জন্য।
অনেক সময় মৎস্য পরিবহনের গাড়ি এই সড়কে আসতেই চায় না। শুধুমাত্র দুই কিলোমিটার সড়কের পরিবহন খরচের জন্য জেলেরা মাছের ন্যায্যমূল্য থেকেও অনেক সময় বঞ্চিত হয়। বর্ষা মৌসুমে পায়ে হেঁটে চলাচল করাও কষ্ট হয়ে ওঠে ওই সড়কে। স্থানীয় ইউপি সদস্য অলিউল ইসলাম বলেন, সড়কটি কার্পেটিং করা হলে নদী তীরের হাজার হাজার জেলে পরিবারে স্বস্তি ফিরে আসবে। দশমিনা এলজিইডি’র উপ-প্রকৌশলী লুৎফর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার দিলে সড়কটি দ্রুত কার্পেটিং করা সম্ভব হবে। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, সড়কটি কার্পেটিং করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।