অনলাইন
ফের বড় ছাঁটাই হতে চলেছে ফেসবুকের অভিভাবক সংস্থা মেটায়
মানবজমিন ডিজিটাল
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে বেড়েই চলেছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা। ফেসবুকের মূল সংস্থা মেটা নতুন করে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। এবার শোনা যাচ্ছে মেটা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ১০ হাজার লোককে ছাঁটাই করতে চলেছে। বিষয়টির সাথে পরিচিত একটি সূত্রের মতে, মেটা বুধবার তিন-ভাগ ছাঁটাইয়ের শেষ ভাগটি কার্যকর করা শুরু করে। মেটা প্রথম সারির বড় প্রযুক্তি কোম্পানি হিসেবে এই বছরের শুরুর দিকেই ১১ হাজারেরও বেশি কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করে। ২০২০ সাল থেকে তার কর্মী সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণে এই কাটতি কোম্পানির হেডকাউন্টকে প্রায় ২০২১ সালের মাঝামাঝি তার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে । অর্থাৎ মেটা প্ল্যাটফর্মের এই ছাঁটাইয়ের পরে কোম্পানির কর্মচারীর সংখ্যা ২০২১ সালের সমান হয়ে যাবে।
মার্কেটিং, রিক্রুটিং, ইঞ্জিনিয়ারিং এবং কর্পোরেট কমিউনিকেশনের মতো বিভাগে কর্মরত বেশ কিছু কর্মী বুধবার লিঙ্কডইনে গিয়ে জানান যে তাদের ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের জেরে এই দুর্বল বাজারে মেটার শেয়ার ০.৫% বেড়েছে। এই বছর তাদের মূল্য দ্বিগুণেরও বেশি হয়েছে এবং S&P ৫০০ সূচক অনুযায়ী শীর্ষস্থানীয় পারফরমারদের মধ্যে রয়েছে। খরচ কমানোর প্রচেষ্টা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর মেটার ফোকাস তাকে মন্দার বাজারে লাভ এনে দিয়েছে ।
এর পর আরও কিছু ছোট রাউন্ড চলতে পারে বলে জানান তিনি। সামগ্রিকভাবে এই ছাঁটাইয়ের অভিঘাত নন-ইঞ্জিনিয়ারিং বিভাগ গুলিকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে। জাকারবার্গ মার্চ মাসে ব্যবসায়িক দলগুলিকে পর্যাপ্ত পরিমাণে পুনর্গঠন করার এবং অনুকূল অনুপাতে ইঞ্জিনিয়ারদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কর্মকর্তারা বলছেন, টেকনোলজি টিমগুলির লক্ষ্য কাটছাঁটের মধ্যেও কোম্পানিটির কন্টেন্ট ডিজাইন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা অক্ষুন্ন রাখা।
এপ্রিল মাসে ছাঁটাইয়ে প্রায় ৪,০০০ কর্মচারী তাদের চাকরি হারিয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানি বুধবার বলেছে যে , ইতিমধ্যেই ডাবলিনে তার আন্তর্জাতিক সদর দফতরের প্রায় ৪৯০জন কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে । উচ্চ মুদ্রাস্ফীতি এবং মহামারীর পর রাজস্ব বৃদ্ধি হ্রাসের পরে মেটা এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় । কোম্পানিটি তার মেটাভার্স-ভিত্তিক রিয়ালিটি ল্যাবস ইউনিটে বিলিয়ন ডলার ঢালছে।১৩.৭বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রটিকে আরো শক্তিশালী করতে চাইছে মেটা।
সূত্র : দ্য গার্ডিয়ান