অনলাইন
গাজীপুর সিটি নির্বাচন
সকালে-দুপুরে ভিন্ন চিত্র
শরিফ রুবেল, গাজীপুর থেকে
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ডে সকালে ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার লাইন কমেছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রিজাইডিং অফিসাররা জানান, সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক কম। আর যারা ভোট দিতে আসছেন। তাদের ভোট অনেক ধীরগতি হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিন সাময়িক সমস্যা হওয়া ভোটগ্রহণে আরো ধীরগতি আসে।
১৫ নম্বর ওয়ার্ডের শহীদ বৃত্তি স্মৃতি বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল কাদের বলেন, আমার ভোট কেন্দ্রের মোট ভোটার ৩ হাজর ৯২ জন। ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও ভোটের উপস্থিতি অনেক কম। সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশেক মোহাম্মদ বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩০ জন। সকাল সোয়া ১১ টা পর্যন্ত ২৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
বামনা ও টঙ্গী পশ্চিম থানা এলাকার অন্তত ৫০টি কেন্দ্রে টেবিল ঘড়ির কোন এজেন্ট নেই। জানতে চাওয়া হলে কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইজিং অফিসাররা বলেছেন, গতকাল রাতেই তালিকা ধরে এজেন্টদের ফোন করা হয়েছে। তারা কোন সাড়া দেয়নি। সকালে কেউই ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। কেন্দ্রের নির্ধারিত ফর্মেও স্বাক্ষর তারা করেনি। তবে কাউন্সিলর প্রার্থীদের সবার এজেন্ট আছেন।
পাঠকের মতামত
জনগণ এসরকারের অধীনে এসব নির্বাচনকে বর্জন করছেন। শতক হারে ২০% ভোটও পড়ছে না।