ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

গাজীপুর সিটি নির্বাচন

সকালে-দুপুরে ভিন্ন চিত্র

শরিফ রুবেল, গাজীপুর থেকে

(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

mzamin

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নং ওয়ার্ডে  সকালে ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার লাইন কমেছে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রিজাইডিং অফিসাররা জানান, সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক কম। আর যারা ভোট দিতে আসছেন। তাদের ভোট অনেক ধীরগতি হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিন সাময়িক সমস্যা হওয়া ভোটগ্রহণে আরো ধীরগতি আসে।

১৫ নম্বর ওয়ার্ডের শহীদ বৃত্তি স্মৃতি বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল কাদের বলেন, আমার ভোট কেন্দ্রের মোট ভোটার ৩ হাজর ৯২ জন। ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও ভোটের উপস্থিতি অনেক কম। সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আশেক মোহাম্মদ বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩০ জন। সকাল সোয়া ১১ টা পর্যন্ত ২৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

বিজ্ঞাপন
 চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। এ কেন্দ্রে ৩৫৮৭ ভোট। এছাড়াও পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, এম এ রাজ্জাক মাস্টার আলিম মাদ্রাসা, গাজীপুর উছাইনিয়া দাখিল মাদ্রাসা, ছোট দেওড়া অগ্রনি উচ্চ বিদ্যালয়, উত্তর খাইলপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতেই একই অবস্থা লক্ষ্য করা গেছে।

বামনা ও টঙ্গী পশ্চিম থানা এলাকার অন্তত ৫০টি কেন্দ্রে টেবিল ঘড়ির কোন এজেন্ট নেই। জানতে চাওয়া হলে কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইজিং অফিসাররা বলেছেন, গতকাল রাতেই তালিকা ধরে এজেন্টদের ফোন করা হয়েছে। তারা কোন সাড়া দেয়নি। সকালে কেউই ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। কেন্দ্রের নির্ধারিত ফর্মেও স্বাক্ষর তারা করেনি। তবে কাউন্সিলর প্রার্থীদের সবার এজেন্ট আছেন।

পাঠকের মতামত

জনগণ এসরকারের অধীনে এসব নির্বাচনকে বর্জন করছেন। শতক হারে ২০% ভোটও পড়ছে না।

হাবিব আবুধাবী, ইউএই।
২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status