অনলাইন
গাজীপুর সিটি নির্বাচন
উপস্থিতি কম, নেই ভোটের আমেজ
স্টাফ রিপোর্টার
(৬ দিন আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

চলছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। এমনকি এলাকায় ভোটের আমেজও নেই।
বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে। এছাড়া সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটে অনিয়ম ও টেবিল ঘড়ির এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, উম্মুল হিফজ মাদরাসা কেন্দ্র, ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়েনি।
ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটেরদের কোনো লাইন নেই। এমনকি বুথেও ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। কিছু সময় পর পর দুই-একজন ভোটার আসছেন এবং তাদের ভোট দিয়ে চলে যাচ্ছেন।
ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইন্দ্রজিৎ কুমার সরকার জানান, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮৬ জন। সকাল পৌনে ১০টা নাগাদ ভোট পড়েছে মাত্র ১৩৪ টি। যা মোট ভোটের ৩ দশমিক ০৬ শতাংশ। তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে।
একই অবস্থা উম্মুল কোরা বালিকা মাদ্রাসা কেন্দ্রেও। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৬১১ জন। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ৩১২টি। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটার উপস্থিতি এমন হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, ওয়ার্ডটিতে কাউন্সিলর প্রার্থী না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে ১০৪নং কেন্দ্র ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আশেক মোহাম্মদ বলেন, ভোটার উপস্থিতি তেমন নেই। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩০টি। তবে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫৮টি।
পাঠকের মতামত
এখন ভোটের নামে ইলেকট্রনিক সার্কাস চলছে ! সার্কাস বন্ধ করে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করে নির্বাচন দিন।