রাজনীতি
স্থানীয় নির্বাচন বর্জনের ডাক খালেদার
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ৯ মে ২০২৩, মঙ্গলবার, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হয়ে আসেন। রাতেই মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কী আলাপ হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মান্না মানবজমিনকে বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্দোলন নিয়ে আমাদের কথা হয়েছে। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের বিকল্প নেই। বিএনপি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না মর্মে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিয়েছি।
পাঠকের মতামত
খালেদার মুক্তি রহস্য: ২৪ মার্চের খবরে প্রকাশ প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদাকে ছয় মাসের মুক্তির সিদ্ধান্ত হয়েছে। বাসায় থেকে চিকিৎসা নিবেন বিদেশে বা অন্য কোন হাসপাতালে যেতে পারবেন না। সরকার কপটতা থেকে সরতে অভ্যস্ত নয়। বিএনপির নেতা ফখরুল ইসলাম সরকারের নষ্ট রাজনীতির পরও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন, এতে অনেকে কষ্ট পেয়েছেন এর সহজ জবাব দেশের সচেতনরা মন্তব্য করছেন এটি পাওয়ার দাবীদার নন হাসিনা সরকার। সরকার কোন সম্মানিতকে সম্মান দিতে রাজি নয়। এর সবকটি দাগ লক্ষ্য করা গেছে জিয়াউর রহমানের পরিবারের উপর তার ব্যক্তি আক্রোশ হিংসা হিনমন্যতার পর্যায় থেকে। বাংলাদেশের ৬৫ বিদ্যালয়ে সোয়া এক কোটি ৩৬ লাখ শিশুকে সবক দিয়ে চিনাতে চেয়েছেন তার বাবাকে , আবার গিলাতেও চেয়েছেন তিনি জাতির বাবা। অবশ্য জাতির নিজ দলের বাধ্য সন্তানেরা নিজের জীবনকে বিপন্ন করে তাকে হত্যা করে। কন্যার বাণী হচ্ছে আমরা জেগে রইবো তার আদর্শ বুকে নিয়ে। মুজিবের কন্যা কি বাবার আদর্শ নিয়েই ২০২০ সাল অবদি রাতে ভোট সারছেন। আল্লাহ কি পারতো না করোনাকে আরো এক বছর ঠেকিয়ে রাখতে, তাহলে শান্তিতে সরকার বাবাবর্ষ পালন করতে পারতো। সরকারী প্রশ্রয়ে টকবাজ শাহরিয়ার নাজিম জয়ের শেখানো বুলি এতিম নাটক জাতি প্রত্যক্ষ করেছে। উপরের আদেশের মত এক কোটি ৩৬ হাজার শিশুর মত সেদিনও শেখানো হয় আগুনলাগা বিল্ডিংএর পানির পাইপ চেপে ধরা হতদরিদ্র শিশুটি নিঃস্ব হলেও পুরষ্কারের টাকাটা সে খালেদাকে অপদস্থ করতে এতিম খানাতে দিবে। সরকারের জয়বাজদের থেকে কি ম্যাসেজ জাতি পেল। যেখানে হাসিনা সেখানে ভাইরাস ঢুকতে পারবে না। এতে বোঝা যায় ধান্ধাবাজরা কত নীচ, মুখর সরকার এসব ধরা খাওয়া চিত্রে সব সময় নিরব। এর অর্থ ভন্ড আউলিয়া দরবেশদের ডাবল ভন্ডামী প্রমাণিত। আদালত পেরোল সব ডিঙ্গিয়ে এতিমদের দোয়ায় মনে হচ্ছে খালেদা বিনা নোটিশে বেরিয়ে আসলেন।
বাংলাদেশের তিন ভাগের দুই ভাগ মানুষ বর্তমান অবস্থা থেকে মুক্তি চাচ্ছে, এজন্যই যে বাজারে গেলে বোঝা যায় ব্যয়ের থেকে আয়ের কতটা ব্যবধান। আর সামলাতে পারছে না মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ গুলো আজ অসহায়।
bortoman somay dorkar tarek rohman ke. Tarek hole andolon valo hobe.
Shoude be Next election boycott without caretaker govt .
খালেদা জিয়া বলতে গেলে রাজনীতিতে ঢুকে পরেছেন সরকার এটা কিভাবে নেয় সেটা দেখার পর আন্দোলন চালিয়ে যাওয়ারব সক্ষমতা হিসাব কষতে হবে এবং আন্দোলন চালিয়ে৷ যেতে হবে ।
Maybe it's the final opposition decision that means uprising in the next.
কোন পর্যায় কতটুকু আন্দোলন সংগ্রামের সক্ষমতা আছে সে বিষয় বিবেচনায় রেখে কর্মসূচি ঠিক করা উচিত। কৌশলগত করণীয় নিয়েও ভাবতে হবে। ২০১৪ সালে একটা সর্বাত্মক আন্দোলনের মুখে নির্বাচন বর্জন করলেও বিএনপি সে আন্দোলন চালিয়ে যেতে পারে নাই।
সকল ধরনের নির্বচন বয়কট করতে হবে।আন্দোলের বিকল্প কিছুই নেই। লেবাসধারী কিছু মোনাফেকদেরও সমাজিক ভাবে বয়কট করতে হবে।ওরা তলে তলে জালেমদের হাতে হাত মিলিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।ওদেরও মুখোশ খুলে দিতে হবে।
সঠিক সিদ্ধান্ত দিয়েছেন নেত্রী। ধন্যবাদ।
আশাকরি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার প্রবর্তনের জন্য বাধ্য করা যাবে। দেশে রাজনৈতিক অশান্তি বিরাজ করলে তখন আওয়ামী লীগ সরকারে থাকলেও অশান্তি মুক্ত থাকবে বলা যায়না। আওয়ামী লীগের বড়া এক অংশ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী অপর অংশ ভীত সন্ত্রস্ত। প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকেছে বটে কিন্তু তাতে কিছু লোক লাভবান হলেও দল হিসাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের বাহিরে এমন কোনো ও সামাজিক সংগঠন নাই যারা আওয়ামী লীগ থেকে মুক্তি চাচ্ছেনা। যারা রাজনীতির জড়িত নয় তারা তো নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন "আল্লাহ্ জালেম থেকে মুক্তি দাও"।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]