ভারত
বিবাহ বিচ্ছেদ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ১ মে ২০২৩, সোমবার, ৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন

বিবাহ বিচ্ছেদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিলো আজ। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ সোমবার যুগান্তকারী একটি রায় দিয়ে জানিয়েছে যে, বিবাহ বিচ্ছেদে ছয় মাসের বাধ্যতামূলক অপেক্ষা আর থাকছে না। আদালত যদি মনে করে তাহলে তাৎক্ষণিক বিচ্ছেদ মঞ্জুর করতে পারবে। সংবিধানের ১৪২ ধারা মোতাবেক এই ব্যবস্থা আবলম্বিত হতে পারে বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট এর ১৩ বি ধারা অনুযায়ী কোনো বিবাহ আসিদ্ধ হলে বিচ্ছেদের জন্যে ছয় মাস অপেক্ষা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট জানিয়েছে যেখানে নর-নারীর মধ্যে বৈবাহিক সম্পর্ক আর রাখা সম্ভব নয়- সেখানে ছয় মাসের অপেক্ষা বাঞ্ছনীয় নয়। আদালতে এমন স্বামী অথবা স্ত্রী আবেদন করলে তাৎক্ষণিকভাবে ডিভোর্স মঞ্জুর করা হবে। অন্য ধর্মের ক্ষেত্রে ব্যক্তিগত আইন বিবেচনা করে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে পারিবারিক আদালতে জমে থাকা বহু বিচ্ছেদের মামলার এবার নিষ্পতি হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]