ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

‘তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে নির্বাচন হবে’

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তখনই হবে যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বর্তমান সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা না দিলে দেশে কোনো নির্বাচন হবে না । বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবর্তনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে থাকেন কৃষকরা। আজ সেই কৃষকরা ভালো নেই, তারা উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না।

বিজ্ঞাপন
উৎপাদন খরচ বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কারণে সার কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বিএনপির সময় কৃষকদের সহযোগিতা করা হয়েছে। কৃষকদের বাঁচাতে হলে পরিবর্তন প্রয়োজন। ফখরুল বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার একটার পর একটা আইন করে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে। তাদের ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ঘুষ-দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গেছে দেশ। স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করবে। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু প্রমুখ।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

ফরিদপুরে মন্দিরে আগুন, হত্যাকাণ্ড/ বিচার বিভাগীয় তদন্ত চায় হেফাজত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status