রাজনীতি
‘তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে নির্বাচন হবে’
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তখনই হবে যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বর্তমান সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা না দিলে দেশে কোনো নির্বাচন হবে না । বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবর্তনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে থাকেন কৃষকরা। আজ সেই কৃষকরা ভালো নেই, তারা উৎপাদিত পণ্যের মূল্য পাচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ঘুষ-দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গেছে দেশ। স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করবে। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু প্রমুখ।
পাঠকের মতামত
ফখরুল সাহেব এই কথায় থাকুন কাজ দেবে, আমরা আছি আপনাদের পাশে।
বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচন হয়েছিল ২০০৮ সালে ভোটার আইডি কার্ড ও সচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মাধ্যমে। বিএনপি-জামায়াত চক্র সেই নির্বাচন নিয়েও হাজার প্রশ্ন তুলেছিল। তাদের কাছে সুষ্ঠু নির্বাচন মানে তাদেরকে কোলে তুলে ক্ষমতায় বসিয়ে দেয়া। আওয়ামী লীগের আমলে কয়েক দিন আগেও গাজীপুর নির্বাচন হলো। কি হয়েছে দেশবাসী জানেন। ২০১৩ সালেও পাঁচটা সিটি করপরেশন নির্বাচনে আওয়ামী লীগ হেরেছিল। আওয়ামী লীগ হার সহ্য করতে পারে। বিএনপি-জামায়াত চক্র কি তা পারে? ঢাকা ১০ উপনির্বাচন (ফালু মার্কা নির্বাচন), মিরপুর উপনির্বাচন, মাগুরা উপনির্বাচন সর্বোপরি '৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বিএনপি কারচুপির রেকর্ড গড়েছিল। ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনের পর খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনি রশিদকে সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিল। দেশবাসী এত সহজে বিএনপি-জামায়াত চক্রের ঐসব কুকীর্তি ভুলে গেছে? বাংলাদেশের মানুষ আর কখনও ঐ জাহেলিয়াতের যুগে ফিরে যেতে চাইবে না ইনশাআল্লাহ্।
Tulip, Kazi দের দিন শেষ। সন্ত্রাস, কারচুপি র দিন শেষ।
একমত। এই পদ্ধতির বিকল্প কিছুই নাই।
ha ha ha
পাগল ছাড়া কেউ এই সরকারের অধিনে কোন নির্বাচনে যাবে না। সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।
তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞা হল : বিএনপি মনোনীত হতে হবে। সব আসনে পাশ দিতে হবে। যে কয়টা আসনে আওয়ামীলীগ জিতবে ওই গুলা কারচুপি হয়েছে বলতে হবে। এই দেশটাকে নিয়ে লুডু খেলা শুরু হয়েছে। জনগণ কোনও বিষয় না। দেশও কিছু না।
তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে ও নির্বাচন হবে । নির্বাচনে জিতেও তো পার্লামেন্টে যান নি ।
নির্বাচন হবে না.... এটা কি সিদ্ধান্ত না হুমকি? নির্বাচন হওয়া না হওয়া কি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিদ্ধান্তের উপর নির্ভরশীল? নাকি শুধুই কথার চমক? তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দিবো না, এটা বললে হয়তো প্রশ্ন জাগতো না। দেখা যাক ফখরুল সাহেবের বক্তব্যের যথার্থতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়?
নির্বাচন নয়; তত্ত্ববধায়ক সরকার গঠনের দাবী হোক।
আপনারা নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন হবে।
I think it is the correct decision. No other alternative will work.
পরিভাষা তো "তত্ত্বাবধায়ক" হবে না। দলীয় সরকারও তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। সঠিক ভাষা হলো "নির্দলীয়" । মানবজমিনের ত্রুটি না ফখরুল সাহেব বিষয়টি বুঝতে পারেন না?
বোকার স্বর্গ কথা শুনেছিলাম কিন্তু উদাহরণ আজ পেলাম।
দেশের মানুষের ও একই কথা কিন্তু এই বুঝি হলো এই হওয়ার শেষ হয় না।
কেয়ার টেকার সরকার না হলে নির্বাচন হবেনা এই কথাগুলো গত ১৪ বছর ধরে বলে আসছেন, এর পরও নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ও তার জোট সাথীরা সংসদে বসে দেশ শাসন করছে। আগামীতে ও সেই ভাবে নির্বাচন হয়ে যাবে, জনগণ ভোট দিক বা না দিক আপনাদের নির্বাচনে যাওয়া নিয়ে আওয়ামী জোট সরকারের কিছুই আসবে যাবেনা। আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]