ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

এবার ন্যাটো ডিভাইসেও টিকটক নিষিদ্ধ

মানবজমিন ডিজিটাল

(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে ন্যাটো আনুষ্ঠানিকভাবে কর্মীদের তাদের ন্যাটো-প্রদত্ত ডিভাইসে সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ডাউনলোড করা নিষিদ্ধ করেছে। বিষয়টির সাথে পরিচিত দুই ন্যাটো কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। শুক্রবার সকালে নিষেধাজ্ঞার কথা জানিয়ে ন্যাটো কর্মীদের কাছে একটি নোট পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানাচ্ছেন, নোটটি নিষেধাজ্ঞাটিকে সরকারি করে তুলেছে। তবে অভ্যন্তরীণ প্রযুক্তিগত বিধিনিষেধের কারণে টিকটক এর আগেও ন্যাটো-ইস্যু করা ডিভাইসগুলিতে ব্যবহারযোগ্য ছিল না। একজন সিনিয়র ন্যাটো কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ''সাইবার নিরাপত্তা ন্যাটোর কাছে অগ্রাধিকার। অফিসিয়াল ব্যবহারে অ্যাপ্লিকেশন নির্ধারণের জন্য ন্যাটোর দৃঢ় প্রয়োজনীয়তা রয়েছে। তাই টিকটক ন্যাটো ডিভাইসগুলিতে অ্যাক্সেসযোগ্য নয়।'' ন্যাটো হল সর্বশেষ সরকারি সংস্থা যা অ্যাপটিকে নিষিদ্ধ করলো। বার বার অভিযোগ উঠেছে চীনা মূল কোম্পানি বাইটেড্যান্সের মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, ইউরোপীয় পার্লামেন্ট এবং অন্যান্য দেশগুলি ইতিমধ্যেই সরকার দ্বারা জারি করা ডিভাইসগুলি থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন
টিকটক -এর সিইও শু চিউ এই মাসের শুরুতে মার্কিন আইন প্রণেতাদের কাছে জোর দিয়ে বলেছিলেন যে ''সংস্থাটি বেইজিং থেকে সম্পূর্ণ স্বাধীন, চীনা সরকারের সেই ডেটাতে অ্যাক্সেস আছে এমন কোনও প্রমাণ নেই। তারা আমাদের কাছে কখনও কোনো তথ্য জিজ্ঞাসা করেনি, আমরা সরবরাহও করিনি।" সেইসঙ্গে তিনি যোগ করেছেন যে টিকটক তার ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করছে, আমেরিকান কোম্পানি ওরাকল দ্বারা সেই তথ্য মার্কিন মাটিতে সংরক্ষণ করা হবে। তাঁর মতে ঝুঁকিটি যে কোনও সরকার আমেরিকান সংস্থার কাছে ডেটা চাওয়ার মতোই হবে। তারপরও, পশ্চিমা সরকারগুলো টিকটক সম্পর্কে সন্দিহান। একদিকে যখন চিউ সাক্ষ্য দিচ্ছিলেন অন্যদিকে রাজ্য সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এই মাসের শুরুতে একটি পৃথক শুনানিতে কংগ্রেসকে বলেছিলেন, ''আমরা, প্রশাসন এবং অন্যরা টিকটক মারফত যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তা মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিচ্ছি।''

সূত্র : সিএনএন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status