ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে নেয়া হয়েছে আদালতে

অনলাইন ডেস্ক

(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪১ অপরাহ্ন

mzamin

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ইতোমধ্যে তাকে নেয়া হয়েছে আদালতে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে ডিএমপির রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে আনা হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
এরআগে বুধবার ভোর রাতে সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয় বলে অভিযোগ উঠে। পরে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার কথা জানা যায়। এক যুবলীগ নেতা মামলাটি দায়ের করেছেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status