অনলাইন
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৪ অপরাহ্ন
এবার প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মধ্যরাতে রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। রমনা থানার ওসি আবুল হাসান মামলার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার ভোর রাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেয়া হয়। পরে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার কথা জানা যায়। এক যুবলীগ নেতা মামলাটি দায়ের করেছেন। শামসুজ্জামান কোথায় আছেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।