খেলা
বৃষ্টির পর লিটন ঝড়
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানো নিয়েই ছিল শঙ্কা! ম্যাচ শুরুর আগে দুই দফায় বৃষ্টির বাধা। শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারণ হয় ১৭ ওভারের। আর বৃষ্টি থামার পর সাগরিকা স্টেমিয়ামে ওঠে লিটন কুমার দাসের ব্যাটিং ঝড়। টসে হেরে ব্যাট করতে নেমে আইরিশ অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে পাওয়ার প্লে’র পাঁচ ওভারে ৭৩ রান তোলে বাংলাদেশ। এরপরই ১৮ বলে ফিফটি তুলে নেন লিটন। শুধু টি- টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এর আগে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন সাবেক এই ব্যাটার। গতকাল আরেক ওপেনার রনি তালুকদারও কম যাননি। দুজনের ওপেনিং জুটিতে আসে ১২৪ রান।
বিজ্ঞাপন