খেলা
‘মেসির পায়ে বল মানেই মানুষের মুখে হাসি’
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারমেসির পায়ে বল মানেই অসংখ্য মানুষের মুখে হাসি। মেসিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়- এমন উপলব্ধি আর্জেন্টাইন স্ট্রাইকার নিকোলস গঞ্জালেসের। আর কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস ৩৬ বছর বয়সী মেসি আরো অনেক গোল করবেন। মঙ্গলবার প্রীতি ম্যাজে কিউরাসওকে ৭-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এতে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেন তিনি। আগের ম্যাচে পানামার বিপক্ষে এক গোল পেয়েছিলেন তিনি। এতে পেশাদার ক্যারিয়ারে ৮০০ পূর্ণ হয় তার। মঙ্গলবার ম্যাচ শেষে নিকোলাস গঞ্জালেস বলেন, ‘‘মেসির পায়ে বল মানেই অসংখ্য মানুষের মুখে হাসি। মেসিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিশ্বের সেরা ফুটবলার তিনি এবং ম্যাচের পর ম্যাচ, দিনের পর দিন তা দেখিয়ে আসছেন। প্রতিবার তিনি বল স্পর্শ করা মানেই লোকের মুখে ফুটে ওঠে হাসি।” বিশ্বকাপের পর আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচ দেশের মাঠেই হয়েছে এবং মেসির মাইলফলক ছোঁয়া গোল নিজেদের দর্শকের সামনেই এসেছে বলে বাড়তি তৃপ্তি পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচ বলেন, “আশা করি, আরও বেশি আসবে (মেসির গোল) সব প্রশংসাই তার প্রাপ্য। সবচেয়ে ভালো হয়েছে যে, এই গোলগুলি আর্জেন্টিনার মাঠে হয়েছে, এটির আলাদা মূল্য আছে।”