খেলা
আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫১ অপরাহ্ন

রনি-লিটনের বিদায়ের পর জড় তোলেন সাকিব-হৃদয়। এরা দু’জন ২৯ বলে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশের স্কোর ২০০ পার করেন। হৃদয় ১৩ বলে ২৪ রান করে আউট হলেন সাকিব অপরাজিত থাকেন ৩৮ রানে। এদের কল্যানেই নির্ধারিত ১৭ ওভারে স্কোর বোর্ডে ২০২ রান জমা করে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে লিটন থামেন ৮১ রানে। রনির ব্যাট থেকে আসে ৪৪ রান।
দ্রুততম ফিফটির পর জুটির রেকর্ড
লিটনের ব্যাটে দ্রুতত, ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। মাত্র ১৮ বলে ফিফটি করেন লিটন। এরপর রনির সঙ্গে জুটির সেঞ্চুরি হয় মাত্র ৪৩ বলে। এর আগে ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ১০২।
১৮ বলের ফিফটিতে আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এখন বাংলাদেশের দ্রুততম ফিফটি। লিটন ভাঙলেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো ২০ বলে ফিফটির রেকর্ড, ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে রেকর্ড গড়েছিলেন তিনি।
প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলেছিল ৮১ রান। এবার পাওয়ারপ্লে ৫ ওভারের, তবে বাংলাদেশ তুলেছে ৭৩ রান। লিটন অপরাজিত ১৭ বলে ৪৯ রানে, রনি তালুকদার ১৩ বলে ২২ রানে।
আকাশ মেঘলা। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে খেলা। কন্ডিশনে পেসারদের জন্য একটু সহায়তা আছে। তবুও প্রথম ওভার লেগ স্পিনার গ্যারেথ ডেল্যানিকে দিয়ে করালেন পল স্টার্লিং। লিটন দাস ও রনি তালুকদার নিতে পারলেন ৮ রান। তিন ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৭।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে হানা দিয়েছিল বৃষ্টি। সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। আজ একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পরই নামে বৃষ্টি। আইরিশরা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেও মাঠে নামতে পারছিল না দুদলই। নির্ধারিত সময়ের ১ ঘন্টা ১৫ মিনিট পর বৃষ্টি কমেছে। সরিয়ে ফেলা হচ্ছে পিচের কাভার।
আকাশ থেকে সরে গেছে মেঘ। উঠেছে ঝলমলে রোদ। এরই মধ্যে উইকেট ও এর চারপাশের কভার সরিয়ে নেওয়া হয়েছে। মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ১৭ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে টসের মিনিট খানেক আগেই শুরু হয় ঝড়ো বাতাস। তার মধ্যেই দুই দলের অধিনায়ক টস করছেন। টস জিতে আইরিশ অধিনায়ক পল স্টারলিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও কিছুক্ষণ পরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ঝুম বৃষ্টি।
বাংলাদেশ একাদশে পরিবর্তন নেই
বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন নেই। তবে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন এনেছে। ফাস্ট বোলার ক্রেইগ ইয়াংয়ের জায়গায় এসেছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডয়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।