ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলাম

স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৩, বুধবার
mzamin

নির্বাচন কমিশন বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছে, এই আমন্ত্রণে সরকারের কোনো কূটকৌশল ছিল না। এ ছাড়া আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর চাপেও দলটিকে ডাকা হয়নি। বিএনপি’র মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই তাদেরকে অনানুষ্ঠানিকভাবে ডাকা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। সিইসি বলেন, অনেকে বলার চেষ্টা করেছেন এটা সরকারের কূটকৌশল। আমি জাতিকে অবহিত করতে চাই, এই পত্রের সঙ্গে সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নাই বা ছিল না। যদি কেউ এটাকে কূটকৌশল মনে করতে চান, তাহলে এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে-সরকারের কূটকৌশল এটা নয়। আর নির্বাচন কমিশন কখনোই কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না। তিনি বলেন, আপনারা অবহিত আছেন, আমরা একেবারে প্রথম থেকেই অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা কিন্তু উনাদের সংলাপে আমন্ত্রণ জানাইনি।

বিজ্ঞাপন
সংলাপ ব্যাপারটা আনুষ্ঠানিক। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। তিনি বলেন, বৃহস্পতিবার শেষ বেলায় চিঠিটা দেয়া হয়েছে। বিভিন্ন বক্তব্য থেকে মনে হচ্ছে চিঠিটা উনারা পেয়েছেন। 
বিএনপিকে চিঠি দেয়ার আগেরদিন এক কূটনীতিক ক্ষমতাসীন দলগুলো বিরোধী দলগুলোর সঙ্গে দূরত্ব কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন, এর সঙ্গে বিএনপিকে আলোচনায় আসার চিঠি দেয়ার কোনো যোগসূত্র আছে কিনা, বা অন্য কোনো চাপ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। চাপের কথা যেটা বলেছেন, সেটি সম্পূর্ণ অমূলক ধারণা। কতোক্ষণ পর পর চাপ দেবে, আমরা দেবে যাবো-এটা হওয়ার কথা নয়। বিএনপি’র মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়, সেজন্যই অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। 
বিএনপি বলেছে- এই আমন্ত্রণপত্র দেয়ার বিষয়টি সরকার এবং ইসি’র নাটক। আলোচনা হতে পারে যদি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়-এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কোনো চিঠি পাইনি। সেটা হয়তো আপনাদের বলেছেন। আমি যেহেতু চিঠি দিয়েছি। যেকোনো সাড়া আমাকে চিঠির মাধ্যমেই পেতে হবে।  তিনি বলেন, আমি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি পত্র দিয়েছি। তাই তাদের যেকোনো বক্তব্য আমাদের কাছে যদি পত্রের মাধ্যমে আসে সেটিই কাক্সিক্ষত।   
আলোচনা কী নিয়ে হবে, তাদের দাবি তো একটাই নির্বাচনকালীন সরকার-এমন প্রশ্নের জবাবে সাবেক এই আইন সচিব বলেন, আমি এই প্রশ্নের উত্তর এখনই দিতে চাচ্ছি না। কথা হচ্ছে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনারা যদি আসেন, কী আলোচনা করবো সেটা সময়ই বলে দেবে। আগাম কোনো বক্তব্য বা আগাম কোনো ধারণাও আমি দিতে পারছি না।
তারা যদি কোনো এজেন্ডা দিয়ে দেন যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, সেক্ষেত্রে কী হবে-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওনারা যদি এজেন্ডা ঠিক করে দেন, তখন আমরাও ঠিক করবো, কমিশন সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে আলোচনার বিষয়ে।  
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠি দেয়ার বিষয়টি পুরো কমিশন জানতো। সকলেই চিঠি অক্ষরে অক্ষরে পাঠ করেছেন। সদস্যরা কিছু সংশোধনীও দিয়েছেন। সেটাও সবাই দেখেছেন। কাজেই এটা প্রধান নির্বাচন কমিশনারের পত্র নয়। এটা সিইসি লিখেছেন কমিশনের পক্ষ থেকে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status