শেষের পাতা
বাসায় ফেরা হলো না ধ্রুব’র
স্টাফ রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
রাজধানীর মতিঝিলের নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুব ব্রত দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বাণী ব্রত দাস বলেন, আমার ছেলে এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেবে। আজ আমরা টেস্ট পরীক্ষার রেজাল্ট আনতে গিয়েছিলাম। আমি কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ছিলাম। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেলেকে ফোন দিয়েছিলাম, সে বলছিল বাবা ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে বের হতে। কিছুক্ষণ পর গেট খুলে দিলে ছাত্ররা অনেকে দৌড়ে আসছে। এরপর দেখি আমার ছেলেকে নিয়ে তারা রক্তাক্ত অবস্থায় দৌড়ে আসছে। পরে জানতে পারি সে উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাই; সেখানে অবস্থার অবনতি হলে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কীভাবে কি হলো, কিছুই বুঝতে পারছি না। আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ভাড়া বাসা টিকাটুলি ৪৮/৯, মাসকান ভিলায় থাকি। আমার দুই ছেলে সন্তানের মধ্যে ধ্রুব ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।