ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেটে যে ছবি নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৭ মার্চ ২০২৩, সোমবার
mzamin

বাম পাশে এডভোকেট রণজিৎ সরকার। তার পাশে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। ডান পাশে আনোয়ারুজ্জামান চৌধুরী।  পাশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। ছবিটি গত শনিবার মধ্যরাতের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারন্য। সব বয়সী মানুষ ফুলেল শ্রদ্ধা জানাতে যান শহীদ মিনারে। সারিবদ্ধভাবে জানান ফুলেল শ্রদ্ধাও। কিন্তু একটি ছবিতেই চোখ আটকে যায়।

বিজ্ঞাপন
নেতারা বলছেন, ছবিটি খুবই তাৎপর্যপূর্ণ। যা বলার বলে দেয়া হলো। যা বুঝার বুঝে গেল সবাই। জেলা ছাত্রলীগের ব্যানারে ফুলেল শ্রদ্ধায় শরিক আনোয়ারুজ্জামান চৌধুরী। তাও আবার রাহেল সিরাজকে সঙ্গে নিয়ে। বামপাশের রসায়ন বুঝা গেল স্পষ্ট। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের রাজনৈতিক নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকটে রঞ্জিত সরকার। দীর্ঘদিন ধরে টিলাগড়ে নাজমুল ও তার ভাইয়েরা রঞ্জিত গ্রুপের কর্মী হিসেবে রাজনীতি করছেন। এ কারণে ধীরে ধীরে টিলাগড় ও মেজরটিলা এলাকায় তাদের আধিপত্য বেড়েছে। রঞ্জিত সরকারও ছায়ার মতো তাদের আগলে রাখছেন। এ কারণে টিলাগড়ের ‘রঞ্জিত গ্রুপের’ কর্মী হিসেবে নাজমুল ইসলাম পরিচিত সিলেটের রাজনৈতিক মহলে। ফলে নাজমুলের সঙ্গে রঞ্জিত সরকারের যোগ দেয়ার যৌক্তিকতা খুঁজে পেয়েছেন অনেকেই। অপরদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। তিনি এক সময় জেলা আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খানের হয়ে তেলীহাওর গ্রুপের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। রাজনীতি করেছেন ওই অংশের নেতাদের একজন হয়ে। প্রায় দেড় বছর আগে গঠন করা হয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি। ঘোষিত কমিটির মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন রাহেল সিরাজ। আর এতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হন তেলীহাওর গ্রুপের ছাত্রলীগের কর্মীরা। তারা ঘোষিত দুটি কমিটি প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি এমন দাঁড়ায়- ছাত্রলীগের কমিটি নিয়ে মুখোমুখি হয়েছিলেন রাহেল সিরাজ ও তেলীহাওর গ্রুপের কর্মীরা। এতে বিব্রতকর অবস্থায় পড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান। এ নিয়ে পাল্টাপাল্টি শোডাউনে উত্তাল হয়ে উঠেছিল সিলেট। ২০২১ সালের অক্টোবরে সিলেট ছাত্রলীগের এই পরিস্থিতিতে রাহেল সিরাজ হয়ে পড়েছিলেন অসহায়। তবে, শেষদিকে হতাশ করেননি নাসির উদ্দিন খান। কৌশলে রাহেল সিরাজকে সঙ্গেই রাখেন তিনি। কিন্তু বেশি সময় পর্যন্ত অপেক্ষায় থাকলেন না রাহেল সিরাজ। জেলা ছাত্রলীগের কমিটিতে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। এমন কী তার বাসায় হামলার ঘটনাও ঘটে। তবে, ওই সময় কাছে না টানলেও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী শান্ত¡না শুনিয়েছেন। দূর থেকে দিয়ে গেছেন মনোবলও। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গত ২২শে জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেট ফেরেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এবার সিলেটেই হবে তার রাজনীতির অগ্নিপরীক্ষা। আওয়ামী লীগকে তার পক্ষে একীভূত করা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি নৌকার টিকিট নিয়ে মেয়র পদে লড়াই করা আরেক চ্যালেঞ্জ। এই দুই চ্যালেঞ্জ কাঁধে নিয়ে ঘুরছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সফলতা কী, ব্যর্থতা কী- সেটি এখনই জানান দিচ্ছেন না। তবে, রাজনৈতিকভাবে নানা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন তিনি। আনোয়ারুজ্জামান সিটি নির্বাচন করার টার্গেট নিয়ে সিলেটে আসার কিছুদিনের মধ্যে তাকে নিয়ে সিলেটে প্রথম বিলবোর্ড করেছেন রাহেল সিরাজ। নগরীর চৌহাট্টাসহ কয়েকটি এলাকায় রাহেল সিরাজ বড় বড় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে নজর কাড়েন নগরবাসীর। তার এই ব্যানার বিলবোর্ড দেখে অন্য প্রার্থীরা বিলবোর্ড ও ব্যানার টানানো শুরু করেন। তাতেও সম্পর্কে পরিষ্কার হচ্ছিল না আনোয়ার ও রাহেলের। কিন্তু এখন আর রাখঢাক নেই। পরিষ্কার হয়ে গেছে গতকাল। জেলা ছাত্রলীগের তরফ থেকে মিডিয়ায় যে ছবি পাঠানো হয়েছে সেখানেও আনোয়ারুজ্জামানের পাশে দেখা যাচ্ছে রাহেল সিরাজকে। হাসিমুখে তারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, রাহেল সিরাজের রাজনৈতিক নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, সেটি ঘোষিত নয়। এ কারণে তারা একসঙ্গে থাকলেও কিছু বলা যাচ্ছিল না। শনিবারের ঘটনা ধোঁয়াশা কাটিয়েছে। আনোয়ারের ছায়াতলে চলে এসেছেন রাহেল সিরাজ। সেটি জানান দিতেই রঞ্জিত ও আনোয়ারের নেতৃত্বে শহীদ মিনারে ট্রায়াল দেয়া হলো। সেখানে কে কার বুঝিয়ে দিয়েছেন নেতারা নিজেই। তবে, এ ব্যাপারে মন্তব্য করেননি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার ঘনিষ্ঠজনেরা গতকাল বিকালে জানিয়েছেন, আনোয়ারুজ্জামান দেশে আসার পর থেকেই রাহেল সিরাজ কাছাকছি রয়েছেন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status