রাজনীতি
ক্ষমতাসীনদের বিতাড়িত না করলে শান্তি মিলবে না: আলাল
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৭:৫৫ অপরাহ্ন

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে দেশের মানুষ আজ লজ্জিত। প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি আর ডাকাতির উৎসবে মেতেছে। সুপ্রিম কোর্টেও ভোট ডাকাতি করেছে। তাদের অপকর্ম দিনে দিনে বেড়েই চলছে। এই সরকারকে বিতাড়িত না করলে দেশের মানুষের শান্তি মিলবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আলাল বলেন, এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে না পারলে দেশের কোনো পেশার মানুষ তাদের মেধাকে বিকশিত করতে পারবে না। দলীয় বৃত্তের আবরণে সবকিছুকে কলঙ্কিত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ যাতনায় পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে মানুষের মধ্যে আওয়ামী চেতনা ঢুকিয়ে দেয়া হচ্ছে।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
