ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ক্ষমতাসীনদের বিতাড়িত না করলে শান্তি মিলবে না: আলাল

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৭:৫৫ অপরাহ্ন

mzamin

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমান ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে দেশের মানুষ আজ লজ্জিত। প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুরি আর ডাকাতির উৎসবে মেতেছে। সুপ্রিম কোর্টেও ভোট ডাকাতি করেছে। তাদের অপকর্ম দিনে দিনে বেড়েই চলছে। এই সরকারকে বিতাড়িত না করলে দেশের মানুষের শান্তি মিলবে না। রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আলাল বলেন, এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে না পারলে দেশের কোনো পেশার মানুষ তাদের মেধাকে বিকশিত করতে পারবে না। দলীয় বৃত্তের আবরণে সবকিছুকে কলঙ্কিত করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ যাতনায় পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে মানুষের মধ্যে আওয়ামী চেতনা ঢুকিয়ে দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন
তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ৬ দফায় যে দাবি ছিল, সেইসব দাবিগুলো এখন সবচেয়ে বেশি লঙ্ঘন করেছেন তারই কন্যা শেখ হাসিনা। দেশ থেকে টাকা পাচারকারীদেরকে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচেয়ে বেশি উৎসাহিত করা হচ্ছে। শেখ মুজিবের উল্টো পথে হাঁটছে আওয়ামী লীগ। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ একটা সুবিধাবাদী রাজনৈতিক দল। এখন এদেরকে তাড়িয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত যে মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে লড়াই করতে হবে। বিএনপি সামনে যে কর্মসূচি দিয়েছে সেখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। যুগপৎ আন্দোলনের মধ্যদিয়েই এই অনির্বাচিত সরকারের পতন ঘটাতে হবে। সংগঠনের সভাপতি প্রকৌশলী রুহুল আলম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাব সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ, ডেজা সাধারণ সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হানিফ, প্রফেসর ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী খান মুক্তার মোর্শেদ, প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রকৌশলী মোতাহার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান সাইফুল। এ ছাড়া ইফতার মাহফিলে কয়েক শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status