ভারত
আদানির পর আরেকটি বোমা ফাটাতে প্রস্তুত হিন্ডেনবার্গ, এবার কার পালা?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৬ অপরাহ্ন

মার্কিন রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ আবার বোমা ফাটাতে প্রস্তুতি নিচ্ছে। তারা অচিরেই আরও একটি প্রতিবেদন প্রকাশ করতে চলেছে। বৃহস্পতিবার সংস্থাটি টুইট বার্তায় এই কথা জানিয়েছে। টুইটারে হিন্ডেনবার্গ লিখেছে , “শীঘ্রই আরেকটি বড় রিপোর্ট আসছে ''। ২০১৭ সালে হিন্ডেনবার্গ রিসার্চ এলএলসি প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন।ওয়েবসাইট অনুসারে আর্থিক গবেষণা নিয়ে কাটাছেড়া করে নিউইয়র্ক ভিত্তিক গবেষণা সংস্থাটি। গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের প্রথম প্রতিবেদন প্রকাশ্যে আসে। ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিলো সেই রিপোর্ট। প্রতিবেদনটি আদানি গ্রুপের বিনিয়োগকারী এবং শেয়ারহোল্ডারদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আদানি গ্রুপ হিন্ডেনবার্গের অভিযোগ অস্বীকার করলেও, এটি আদানির তালিকাভুক্ত কোম্পানিগুলির মূল্যায়নের ব্যাপক ক্ষতি করেছে। সেই সাথে ভারতে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে হিন্ডেনবার্গ।
সূত্র : ইন্ডিয়া টুডে
পাঠকের মতামত
ভারত দিয়েই যেহেতু এশিয়ায় হিন্ডেনবার্গের দৃষ্টি নিবন্ধিত হয়েছে। পরেরটি বাংলাদেশও হতে পারে। কারণ এরকম খোল্লাম খোল্লা দূর্ণীতি বিশ্বে আর কোথাও হয়েছে কিনা সন্দেহ। ভারত বিশাল দেশ হিসাবে টাকার অংক বড়, তুলনামূলক ভাবে বাংলাদেশ ছোট দেশ হিসাবে টাকার অংক ভারত থেকেও বড়।
If this company searches in our country they will find all the big companies here that are related to govt party. The whole world will be surprised. Every body will know that our govt are the world champion in corruption