বিশ্বজমিন
চাকরি হারিয়ে পাচ্ছেন চাকরি, সঙ্গে প্রায় ১৮ লাখ ডলার
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০২ অপরাহ্ন

জোসেফ কেনেডি। ওয়াশিংটনে একটি হাইস্কুলের ফুটবল কোচ। কয়েক বছর আগে তিনি শিক্ষার্থী খেলোয়াড়দের খেলা শেষে মধ্যমাঠে তাদেরকে নিয়ে প্রার্থনা করেন। এ জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু ভাগ্য সহায় থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারে না। জোসেফ কেনেডি আবার চাকরি ফিরে পাচ্ছেন। শুধু তা-ই নয়। একই সঙ্গে তিনি ১৭ লাখ ৭৫ হাজার ডলার পাচ্ছেন। তাকে বরখাস্ত করা নিয়ে ব্রেমারটন স্কুল পরিচালনা পরিষদ আগামী মৌসুমের জন্য তার বিষয়ে ভোট দেয়। এতেই সর্বসম্মতভাবে তাকে ১৭ লাখ ৭৫ হাজার ডলার দেয়ার সমাধান হয়। একই সঙ্গে তিনি ফিরে পাবেন চাকরি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দেয়। তাতে বলা হয়, প্রথম সংশোধনী অনুযায়ী একজন কোচ সম্মিলিতভাবে প্রার্থনা করতে পারেন। এরপরই বিবৃতিতে বলা হয়, জোসেফ কেনেডি ব্রেমারটন হাইস্কুলে আগামী মৌসুমে সহকারি ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি ৫৩০৫ ডলার বৃত্তি পাবেন। জোসেফ কেনেডি বলেন, এ খবরটি জেনে বিশ্বাস হচ্ছিল না। আসলে আমি তো কোনো অন্যায় করিনি। যা করেছি, তা ঠিক ছিল। ঈশ্বরে প্রতি আমার প্রতিশ্রুতি আছে। প্রতিটি গেমে জিতি বা হারি যেকোনো অবস্থায় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই আমি। জোসেফ কেনেডি ২০০৮ সালে ব্রেমারটন হাইস্কুলে কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।