ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আর্জেন্টিনার ‘সেরা’ দলের বিতর্কে চটলেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ২:০৩ অপরাহ্ন

mzamin

কাতার বিশ্বকাপের আগে বহুল চর্চিত নাম ছিল আর্জেন্টিনা। ফেভারিটের তকমা নিয়ে বিশ্ব মঞ্চে সাফল্যও পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলারদের নিবেদন ছিল চোখে পড়ার মতো। যেন শিরোপা জয়ের জন্যই মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির দল। মেসি, ডি মারিয়া, ডি পলদের নিয়ে গড়া দুর্দান্ত স্কোয়াডটিকে অনেকে আর্জেন্টিনার সর্বকালের সেরা দল বিবেচনা করছেন। তবে শ্রেষ্ঠত্বের এই বিতর্ক অপ্রাসঙ্গিক কোচ স্কালোনির কাছে। 

লিওনেল মেসিদের আগে আর্জেন্টিনা আরও দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। দানিয়েল প্যাসারেলা, মারিও কেম্পেসদের নৈপুণ্যে ১৯৭৮ সালে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার আমলে দ্বিতীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। তিন আসরের তিন চ্যাম্পিয়ন দলের তুলনামূলক বিচার-বিশ্লেষণ করতে নারাজ আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি। ঘরের মাঠে প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হওয়ার আগে ‘শ্রেষ্ঠ’ দল নিয়ে প্রশ্নের মুখোমুখি হলে তিনি বলেন, ‘আমার চোখে এ বিতর্কই অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়।

বিজ্ঞাপন
সবাই আর্জেন্টিনার জার্সি পরে খেলেছে। তিনটি দল বিশ্বকাপ জিতেছে। কে সেরা, কে সেরা নয়Ñ এতে কার কী আসে যায়! আমি তো মনে করি, আমাদের বিশ্বকাপ জয়ের এই আনন্দময় সময়ে এ তুলনাই অপ্রয়োজনীয়। কে বড়, কে ছোট- এসব বিতর্ক করে লাভ নেই। আমাকে যদি বেছে নিতে বলেন, আমি তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলকেই বেছে নেব। কেউ কারোর চেয়ে কম নয়।’ 

স্কালোনি বলেন, ‘আমরা সবসময় এমন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্ক তৈরি করতে পছন্দ করি। কোনো দরকার নেই। এসব বিতর্ক মানেই শক্তি ও সময়ের অপচয়।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status