ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রূপগঞ্জে ট্রাকভর্তি পুলিশের রেশনের চাল-ডাল খোলাবাজারে বিক্রি, অতঃপর...

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২২ মার্চ ২০২৩, বুধবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খোলাবাজারে বিক্রির সময় ট্রাকভর্তি পুলিশের রেশনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাযুক্ত ১৩০ বস্তা চাল এবং ডাল জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় সম্পৃক্ত ৪ জনকে আটক করে তারা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিদের মালামালসহ অন্যত্র নিয়ে গিয়ে ছেড়ে দেয়। গত সোমবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের শুক্কুরের মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বস্তার গায়ে ইংরেজিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর লেখাযুক্ত এক ট্রাক চাল-ডাল রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে বিক্রি করার জন্য রূপগঞ্জের শুক্কুরের মার্কেট এলাকার হিরনের দোকানে আনা হয়। পরে সরকারি হলোগ্রাম দেখে এলাকাবাসী সেই ট্রাকসহ সংশ্লিষ্ট ৪ জনকে আটক করেন তারা। পরে পুলিশকে খবর দিলে ভোলাবো তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২০ বস্তা চাল ১০ বস্তা মসুর ডালসহ সবোরাজ, সোহাগ, মনির ও হিরনকে তাদের জিম্মায় নেয়। পরে ওই ব্যক্তিদের সঙ্গে থাকা চালান কপিতে দেখা যায় চলতি মাসের ২ তারিখ রাজধানীর অতিরিক্ত পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম কচুক্ষেতের ঠিকাদার বাবুল খানের কাছে ৫০ হাজার কেজি চাল বিক্রি করেছেন। সেখানে ডালের কোনো উল্লেখ নেই। এদিকে খুচরো ব্যবসায়ী অভিযুক্ত সবোরাজ রিফাত এন্টারপ্রাইজের কাজ থেকে এসব মালামাল এনে মফস্বল অঞ্চলে বিক্রি করতে আসে।

বিজ্ঞাপন
পরে রাতেই পুলিশ চালানপত্র যাচাই বাছাইয়ের পর ওই ব্যক্তি ও মালামাল ছেড়ে দেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।   এ ব্যাপারে ভোলাবো তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, যদিও মফস্বল অঞ্চলে বিক্রির অনুমতি নেই তারপরও তাদের মালামাল বৈধ। এ এলাকায় সরকারি হলোগ্রাম যুক্ত মালামাল বিক্রি করবে না এমন শর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status