ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজার খেলাফত মজলিসের নির্বাহী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২২ মার্চ ২০২৩, বুধবার

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার ২০২৩/২০২৪ সেশনের প্রথম নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের জেলা কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হিফজুর রহমান হেলাল রাজনগরী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, মাওলানা আবুল কালাম, আব্দুল হাই উত্তরসূরী, মাওলানা শায়খ ইমদাদুর রহমান প্রমুখ। নির্বাহী কমিটির বৈঠকে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। দাওয়াত কাজ বাড়ানো, পবিত্র রমজান মাসে জেলা এবং উপজেলা শাখার অন্তর্গত সকল শাখা সমূহে আলোচনা সভা ও  ইফতার এর আয়োজন করা।  বৈঠকে ১৩ই রমজান জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করার সিন্ধান্ত হয়। বৈঠকে নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানকে টার্গেট করে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের চড়া দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে নাভিশ্বাস উঠছে। আসন্ন রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমায় রাখার আহ্বান জানান। শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ফিলিং স্টেশনের পরিচালক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা/ ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status