বাংলারজমিন
লালপুরে জমি বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ৬
নাটোর প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবারনাটোরের লালপুরের আরবাব ইউনিয়নের বরবরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে আছিয়া বেগম নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আছিয়া বরবরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিবেশী বাক্কার ও তার সহযোগীরা বৃদ্ধা আছিয়ার সন্তানদের উপর হামলা করে। এ সময় ছেলেদের মারপিট করতে দেখে সে বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও ধাক্কা দিয়ে মারপিট করে। এতে পড়ে গিয়ে আছিয়া আহত হলে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় প্রতিপক্ষের ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, অনেক বয়স্ক একজন বৃদ্ধা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এরই মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। মামলা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।