খেলা
আবার ‘হাসিমুখ’ রোনালদোর
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
হাসিহীন অবয়ব নিয়ে কাতার ত্যাগ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ব্যর্থতার হতাশার সঙ্গে টানা দুই ম্যাচে স্টার্স্টিং ইলেভেনে সুযোগ না পাওয়ায় মর্মাহত ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ফার্নান্দো সান্তোসের বিবেচনায় না থাকা রোনালদো রয়েছেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজের পরিকল্পনায়। তাই তো জাতীয় দলের জার্সি গায়ে আরও একবার রোনালদোর হাসিমুখ উদ্ভাসিত হলো। আন্তর্জাতিক বিরতিতে সৌদি আরব থেকে নিজ দেশ পর্তুগালে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। সেখানেই সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় ক্যামেরাবন্দি হন রোনালদো। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে নামার আগে লিসবনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্ট্রেচিং সেশনে অংশ নেন সিআরসেভেন। তাছাড়া হালকা সাইক্লিংও করতে দেখা যায় রোনালদোকে।