ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

আবার ‘হাসিমুখ’ রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবারmzamin

হাসিহীন অবয়ব নিয়ে কাতার ত্যাগ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ব্যর্থতার হতাশার সঙ্গে টানা দুই ম্যাচে স্টার্স্টিং ইলেভেনে সুযোগ না পাওয়ায় মর্মাহত ছিলেন পর্তুগিজ সুপারস্টার। ফার্নান্দো সান্তোসের বিবেচনায় না থাকা রোনালদো রয়েছেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজের পরিকল্পনায়। তাই তো জাতীয় দলের জার্সি গায়ে আরও একবার রোনালদোর হাসিমুখ উদ্ভাসিত হলো। আন্তর্জাতিক বিরতিতে সৌদি আরব থেকে নিজ দেশ পর্তুগালে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। সেখানেই সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় ক্যামেরাবন্দি হন রোনালদো। বৃটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে নামার আগে লিসবনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্ট্রেচিং সেশনে অংশ নেন সিআরসেভেন। তাছাড়া হালকা সাইক্লিংও করতে দেখা যায় রোনালদোকে।

বিজ্ঞাপন
 কাতার বিশ্বকাপের পর রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অনেকে ধরে নিয়েছিলেন জাতীয় দলের হয়ে হয়তো আর মাঠে নামবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তবে ইউরো বাছাই দিয়ে জাতীয় দলে ফিরে সমর্থকদের দুশ্চিন্তা দূর করেছেন রোনালদো। চলতি মাসে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দু’টি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী ২৩শে মার্চ লিসবনে লিচেনস্টাইনের মুখোমুখি হবে পর্তুগিজরা। আর ২৬শে মার্চ লুক্সেমবুর্গের আতিথ্য নেবে রোনালদোরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। নকআউট পর্বের শেষ দুই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে রাখেননি পর্তুগালের সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। বিশ্বকাপ শেষে পর্তুগিজদের দায়িত্ব ছাড়েন তিনি। এরপর বেলজিয়ামের দায়িত্ব ছেড়ে সান্তোসের জায়গায় কোচ হয়ে আসেন রবার্তো মার্টিনেজ। দায়িত্ব নিয়েই এই স্প্যানিশ কোচ বলেছিলেন, রোনালদোকে নিয়েই তিনি ছক আঁকছেন। ফর্মের বিবেচনায় তাকে নিয়েই লড়বে পর্তুগাল। সৌদি প্রো লীগে রোনালদো যে ছন্দ দেখাচ্ছেন, তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আল নাসর তারকাকে ছাড়া মাঠে নামার কথা নয় পর্তুগালের। চলতি মৌসুমে ৮ ম্যাচে ৯ গোল করেছেন সিআরসেভেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি গোল। প্রো লীগে ইতোমধ্যে দু’বার হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন রোনালদো। লীগটিতে ফেব্রুয়ারি মাসের সেরাও নির্বাচিত হন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status