ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

শিক্ষকদের কাছে আস্থা ও ভরসারস্থল শেখ হাসিনা: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, মঙ্গলবারmzamin

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ। বর্তমান সরকারের আমলেই শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন। তাই শিক্ষকদের কাছে এখন আস্থা ও ভরসারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরআগে, এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এছাড়া এসময় লালমোহনের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪৯জন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নতুন যোগদানকারী ২৪৮জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করা হয়। 

এমপি শাওন আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তাঁর এ অবদান বাঙালি জাতি কখনো ভুলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার সভাপতি মো. শওকত আলী হেলালের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন এবং লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status