খেলা
কে এই বক্সার রুকসানা বেগম?
স্পোর্টস রিপোর্টার
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
আজ ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’- প্রতিযোগিতা। এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্টের আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে পেশাদার বক্সারদের এই আসর। দেশি ও আন্তর্জাতিক বক্সারদের নিয়ে আয়োজিত একদিনের এই প্রতিযোগিতায় চমকের নাম রুকসানা বেগম। তিনি কিক বক্সিংয়ের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। বৃটেনে আছে তারকা খ্যাতি। নিজের জীবনী নিয়ে লিখেছেন বই। লন্ডনে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত রুকসানা লড়বেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের এই প্রতিযোগিতায়। স্বাগতিক বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ফ্রান্সের ১৪ জন বক্সার অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। সাত ক্যাটাগরিতে লড়বেন বক্সাররা। ক্যাটাগরিগুলো হলো- ফেদারওয়েট, লাইট হেভিওয়েট, ব্যান্টামওয়েট, ক্রুজারওয়েট, ফ্লাই ওয়েট, লাইটওয়েট এবং ওয়েল্টারওয়েট।