ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

লাইসেন্স না থাকায় মামলা খেল বিশ্বের প্রথম রোবট আইনজীবী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪১ পূর্বাহ্ন

mzamin

ক’দিন আগেই ‘রোবট আইনজীবী’ তৈরি করে বিশ্বে চমক সৃষ্টি করেছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ‘ডুনটপে’। উদ্দেশ্য ছিল মানুষকে সহজে আইনি সহায়তা দেয়া। কিন্তু এরইমধ্যে মামলার খড়গে পড়তে হলো এই রোবট আইনজীবীকে। শিকাগোভিত্তিক আইনি প্রতিষ্ঠান এডেলসন আদালতে এই মামলা করেছে। তাদের দাবি, এই রোবট আইনজীবীর কোনো আইন বিষয়ক ডিগ্রি নেই। আইন বিষয়ক ডিগ্রি ছাড়া আইনি পরামর্শ প্রদানের যোগ্যতা কারো থাকার কথা নয়। এমনকি এই রোবটটি কোনো আইনজীবীর অধীনেও পরিচালিত হচ্ছে না।

টাইমস নাউ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি আদালতে গত ৩রা মার্চ ওই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ডুনটপে একটি রোবট। সে কোন আইনজীবী নয়। এমনকি আইনি প্রতিষ্ঠানও নয়।

বিজ্ঞাপন
ডুনটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুবই নিম্নমানের আইনি পরামর্শ দিচ্ছে। এমনকি আইনি পরামর্শক হিসেবে কাজ করার নিবন্ধনও তার নেই। 

এডেলসন আরও বলেছে, আইনজীবী না হয়েও জনসাধারণকে আইনি পরিষেবা প্রদান করা বেপরোয়া এবং বিপজ্জনক। গ্রাহকরা এর জন্য গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারেন। মূলত মামলার বিষয়ে আইনি প্রতিষ্ঠান এডেলসের দ্বারস্থ হোন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত জোনাথ ফারিডিয়ান। তিনি বলেন, ডুনটপে ব্যবহার করে তিনি একটি ডিমান্ড লেটার ও কোর্টে কিছু ছোট অভিযোগ দায়ের করার জন্য এলএলসি এগ্রিমেন্ট প্রস্তুত করেছিলেন। কিন্তু এগুলোর মান ছিল খুবই নিন্মমানের। এতে তার ক্ষতিও হয়েছিল। 

যদিও ডুনটপে এর সিইও জশুয়া ব্রাওডার এক টুইট বার্তায় বলেন, ডুনটপে এর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। জানা গেছে, ২০১৫ সাল থেকেই এই আইনিসেবা দিয়ে আসছিল ডুনটপে। তবে সম্প্রতি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আইনি পরামর্শ প্রদানের ঘোষণা দেয় কোম্পানিটি। ব্রাওডার বলেন, আমরা এই অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো। আমাদের সব ডকুমেন্টস আছে। আমাদের লুকানোর কিছু নেই। এই মামলা পরিচালনায় আমরা আমাদের রোবট আইনজীবীকে ব্যবহার করবো।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status