বিশ্বজমিন
বুধবার পাওয়ার শো করবেন ইমরান খান
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

আবারও পাওয়ার শো করবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার তাকে গ্রেপ্তার নিয়ে চরম নাটকীয়তা শেষে রোববার এ ঘোষণা দিয়েছেন। বলেছেন, মিনারে পাকিস্তানে বুধবার এই পাওয়ার শো করবেন তিনি। এখানে উল্লেখ্য, ইমরান খান ১৯ শে মার্চও একই র্যালির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু লাহোর হাইকোর্ট তা আটকে দিয়েছে। শনিবার ইমরানকে গ্রেপ্তার নিয়ে জামান পার্কে এবং ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্স রণক্ষেত্রে রূপ নেয়। এদিন তিনি আদালতে উঠতে পারেননি। অতিরিক্ত সেশন জজ জাফর ইকবাল তার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৩০মে মার্চ। এদিন আদালতে ইমরানকে উপস্থিত থাকতে বলা হয়েছে।