বাংলারজমিন
চাঁপাই নবাবগঞ্জে খাল ভরাট করে সওজের জমি দখল
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, সোমবার
চাঁপাই নবাবগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) খাল ভরাট করে দখল করা হচ্ছে। ব্যস্ততম চাঁপাই নবাবগঞ্জ-রাজশাহী আঞ্চলিক সড়কের মহানন্দা বাসস্ট্যান্ডের পাশে কয়েক মাস ধরে এ খাল ভরাটের কাজ চলছে। সড়ক বিভাগের খালের পাশে গড়ে উঠেছে মার্কেট। সেখানে ট্রাকে করে মাটি এনে ভরাট কার্যক্রম চালাচ্ছে মার্কেট মালিকরা। ওই সরকারি জমিটির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, অবৈধভাবে ভরাট করে দখল চেষ্টার বিষয়টি সড়ক ও জনপথ অধিপ্তরের ২ কর্মকর্তাকে জানানো হয়। তারা সরজমিন এসে ভরাট হচ্ছে এমন চিত্র দেখে গেছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেননি। প্রকাশ্যে চলছে ভরাটের কাজ। সরজমিন গিয়ে দেখা গেছে, মার্কেটটি এমনভাবে নির্মাণ করা হয়েছে সড়ক বিভাগের খাল ভরাট না হলে কোনো কাজেই আসবে না।