বিশ্বজমিন
পুলিশের বিরুদ্ধে মামলা করবে পিটিআই
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩০ অপরাহ্ন

জামান পার্কে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে বেআইনি তল্লাশি অভিযান এবং সহিংসতার সঙ্গে জড়িত সব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী রোববার এ কথা বলেছেন। তাদের অভিযোগ, এর আগের দিন তোষাখানা মামলায় ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের উদ্দেশ্যে বাসা থেকে বের হন ইমরান খান। এরপরই পাঞ্জাব পুলিশ তার বাসভবনের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দলীয় বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করে। টুইটারে এ নিয়ে ফাওয়াদ চৌধুরী বলেছেন, আইনজীবী টিমের সঙ্গে দল একটি মিটিং আহ্বান করেছে। লাহোর হাইকোর্টের রায়কে অস্বীকার করে পুলিশ ইমরান খানের বাসভবনে প্রবেশ করেছে। এক্ষেত্রে সব রকম আইন লঙ্ঘন করা হয়েছে। জিনিসপত্র চুরি হয়েছে। তারা জুসের বিভিন্ন বাক্স নিয়ে গেছে। নিরপরাধ মানুষকে নির্যাতন করা হয়েছে। দলীয় এই নেতা আরও লিখেছেন, ইসলামাবাদে যা হয়েছে, তা দেশের চলমান সাংবিধানিক সংকটের কারণে।
ওদিকে ইমরান খানের বাসভবনে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগে রোববার প্রায় ১০২ জন পিটিআই কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ত্রাস ও হত্যাচেষ্টা সহ ১৩টি বিভিন্ন বিধির অধীনে এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আদালতের ইস্যু করা একটি তল্লাশি ওয়ারেন্ট নিয়ে ইমরান খানের বাসভবনে প্রবেশ করেছিল পুলিশ টিম। এতে আরও বলা হয়, পুলিশের ওপর হামলা করেছে অজ্ঞাত ৩০০ নেতাকর্মী। তারা পেট্রোল বোমা ছুড়েছে। এরপরই পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে এনেছে।