অনলাইন
শমসেরনগরে অরক্ষিত রেলক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
(৫ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১২:১৫ অপরাহ্ন

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৯৫২ তেল বাহী ট্রেনের ধাক্কায় কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশনের অদূরে ভাদাইরদেউল সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাস (নোহা) দুমড়ে-মুচড়ে গেছে। এতে মাইক্রোবাস চালক সালাম আহমেদসহ ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় মাক্রোস্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো-চ ৫৪-০৯৯৮ গাড়িটি ভাদাইরদেউল এলাকার খাজা রেল রেস্টহাউজের পাশের অরক্ষিত রেলক্রসিং দিয়ে লামারবাজার যাওয়ার পথে তেলবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি রেলক্রসিংয়ের পাশে থাকা পাকা খুঁটি ভেঙে দুমড়ে-মুচড়ে ২শ’ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি পড়ে রয়েছে। শমসেরনগর স্টেশন মাষ্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।