অনলাইন
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
অনলাইন ডেস্ক
(৫ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধাসহ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আজ রোববার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার বাসও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহন না পেয়ে অনেকে হেঁটে ও বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সজিব আলী জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে অন্তত ৪০টি প্রাইভেট অ্যাম্বুলেন্স রোগীদের আনা-নেওয়া করে। সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে জরুরি সেবা বন্ধ রেখে ধর্মঘট পালন করে আসছে অ্যাম্বুলেন্স চালক-মালিক সমিতি। তিনি আরও বলেন, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শনিবার রাতে জরুরি সভা করে পুরো জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান সজিব আলী।