ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

ঝিনাইদহ পৌরসভার ৩৫টি রাস্তার কাজ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

ঝিনাইদহ পৌরসভায় এক যুগ পর ওপেন টেন্ডারের ১৫ দিনের মাথায় ৯টি ওয়ার্ডের ৩৫টি সড়কের নির্মাণকাজ একযোগে শুরু করলেন মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। গতকাল দুপুরে শহরের কলাবাগান মোড়ে ডা. কে আহমেদ সড়কে নির্মাণকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, মুকুল বাশার, সাবেক কমিশনার বদরউদ্দিন বদু, কমিশনার শামসিল আরেফিন কায়সার, কমিশনার টিপু সুলতানসহ সাংবাদিক ও টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারবৃন্দ। উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে দীর্ঘ কয়েক বছর পড়েছিল। আমি দায়িত্ব নেয়ার পর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পৌর এলাকার ৪টি হাট ২ কোটি ১৮ লাখ টাকায় ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়েছি এবং ৩৫টি সড়ক নির্মাণের কাজ আজ থেকে শুরু করেছি। ৪ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এ সব সড়কের কাজ করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার অন্য সড়কগুলোও সংস্কার করা হবে। রাস্তা নির্মাণের সময় যদি কোনো ঠিকাদার শিডিউল মাফিক কাজ না করেন, সঙ্গে সঙ্গে আপনারা আমাকে জানাবেন। আমি ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। সড়ক সংস্কার ছাড়াও পৌর এলাকাই ড্রেন নির্মাণ, সলিং রাস্তা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন
পৌরবাসীকে দেয়া আমার নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আপনার আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যে কয় দিন এই চেয়ারে আছি আমার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status