ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার

গতকাল বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। গতকাল বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিকাল সাড়ে ৫টায় উভয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিপিসি’র পরিচালক (বিপণন) ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব অনুপম বড়ুয়া, বিপিসি’র পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) খালিদ আহম্মেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএমবার), পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, পেট্রোল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এটিএম হাবিবুর রহমান প্রমুখ।  উল্লেখ্য, গত ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প কাজের উদ্বোধন করেন। ভারত সরকারের অর্থায়নে ও কারিগরি সহায়তায় এ পাইপলাইন প্রকল্পের আওতায় মোট ১৩১ দশমিক ৫৭ কি.মি. পাইপলাইন স্থাপন করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ এবং ভারত অংশে ৫ কিলোমিটার। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। পাইপলাইন প্রকল্প নির্মাণের ফলে উত্তরাঞ্চলের চাহিদা মোতাবেক বছরে প্রায় আড়াই লাখ টন ডিজেল ভারত থেকে সহজ, সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও ব্যয় সাশ্রয়ীভাবে আমদানি করা যাবে।

বিজ্ঞাপন
   ফলে পার্বতীপুর ডিপো থেকে দৈনিক ৮শ’ থেকে এক হাজার টন ডিজেল তেল উত্তরের ১৬ জেলায় সরবরাহ করা সম্ভব হবে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ব্যারেলপ্রতি প্রায় ৬ মার্কিন ডলার সাশ্রয় হবে এবং পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেলের সার্বক্ষণিক মজুত থাকবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status